adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের শিডিউল বিপর্যয়- ভোগান্তিতে যাত্রীরা

কমলাপুর রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা (ছবি : মেহেদী জামান)নিজস্ব প্রতিবেদক : ট্রেনের মারাত্মক শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা।
শনিবার সকাল থেকে একটি ট্রেনও নির্ধারিত সময়ে স্টেশন ছাড়তে পারেনি। ঢাকা থেকে বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে ছেড়ে গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহীগামী ধুমকেতু সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়েছে সকাল ৯টায়। সকাল ৬টা ২০ মিনিটের খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছেড়েছে ৯টা ২০ মিনিটে।
লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ২টা ৪০ মিনিটেও কমলাপুর পৌঁছেনি। চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা সাড়ে ১০টায় ছেড়েছে। সকাল ১০টার দিনাজপুরগামী একতা একপ্রেস কমলাপুর ত্যাগ করেছে ২টায়।
সকাল ৬টার ঢাকা-দিনাজপুর রুটে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস ছেড়েছে সাড়ে ৯টায়। কমলাপুর স্টেশনের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়,  যাত্রীদের ওঠানামায় বিভিন্ন স্টেশনে ট্রেন থামছে। এতে সময় বেশি বেশি লাগছে। শিডিউল বিপর্যয়ের কারণে রাতের অন্যান্য ট্রেনও নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়তে পারে বলে স্টেশনের কর্মকতারা আশংকা করছেন।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া