adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিনে আফগানিস্তানের পাঁচ প্রাদেশিক রাজধানী দখল তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে দ্রুত গতিতে এগোচ্ছে তালেবান। সীমান্তের বেশিরভাগ এলাকাসহ এরই মধ্যে দেশটির বিশাল অংশের দখল নিয়েছে তালেবান। গত একদিনে দেশটির তিন প্রাদেশিক রাজধানীও দখল করে নিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী। এ নিয়ে তিন দিনে পাঁচ প্রাদেশিক রাজধানীর দখল নিল তারা।

আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, রবিবার তালেবান যোদ্ধারা কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী সার-ই-পুল এবং তাখার প্রদেশের রাজধানী তালোকান দখলে নেয়। এর আগে শনিবার জাওজান প্রদেশের রাজধানী সেবারঘান ও শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহরের পতন হয় তালেবানদের হাতে।

এর মধ্যে কুন্দুজ শহর খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের মধ্যে কুন্দুজ শহর দখল তালেবানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য অংশের সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে কুন্দুজ শহরের।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানরা দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের গ্রামীণ জনপদের বিশাল অংশ দখলের পর তালেবান যোদ্ধারা এখন প্রধান প্রধান শহরগুলো টার্গেট করছে।

আফগান সরকার বলছে, দখল পুনুরুদ্ধারে নিরাপত্তা বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন বাহিনীর সঙ্গে সরকারি বাহিনী মিলে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে তালেবানের ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে। যদিও এ বিষয়ে তালেবান কোনো মন্তব্য করেনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া