adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার বিচার চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় প্রবাসী বাংলাদেশি হত্যার বিচার দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে এক ‘সার্বজনীন নাগরিক সংবর্ধনায়’ শেখ হাসিনা বলেন, সভ্য দেশ আমেরিকা। যারা সভ্যতার মাপকাঠি মাপে। এতো কিছু করে। আর একটা মৃত্যু হলে তারা অনেক কথা আমাদের জিজ্ঞেস করে।
যুক্তরাষ্ট্রে নাজমুল ইসলাম ও বেলাল তালুকদার নামে দুই প্রবাসীর খুনের কথা মনে করিয়ে দিয়ে বাংলদেশের প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা সরকারের কাছে আমার প্রশ্ন, একজন বাঙালি.. এভাবে সভ্য দেশের রাস্তায় কীভাবে অকাল মৃত্যু হয়। এর বিচার আমরা চাই।
গত ৯ জুলাই গভীর রাতে নিউ ইয়র্ক সিটির আটলান্টিক এভিনিউ এবং ৭৬ স্ট্রিটের মাঝামাঝি এলাকায় মাথায় ও মুখে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করা হয় নজমুলকে (৫৫)।
আর, ২০১২ সালের অগাস্টে কানেটিকাট রাজ্যের হার্টফোর্ড সিটিতে মুদি দোকানের কর্মচারী বেলাল তালুকদার (৪৭) ডাকাতের গুলিতে নিহত হন।

বেলালের হত্যা মামলার রায়ে গত ১৩ অগাস্ট কেজলিন মেন্ডেজ নামের এক আসামিকে ৫৫ বছরের কারাদণ্ড দেয় আদালত।
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদপ্রাপ্তির ৪০ বছর উদযাপন উপলক্ষে নিউ ইয়র্কের একটি হোটেলে আয়োজিত এই সংবর্ধনায় শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল। এর ‘খেসারত’ বিএনপিকে দিতে হচ্ছে। এ কারণেই বিএনপি নেতারা এখন ‘আবোল-তাবোল’ বকছেন।
বিএনপিকে ‘জঙ্গিবাদী, খুনী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের সংগঠন’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “আল্লাহর রহমত বিএনপি ক্ষমতায় আসেনি।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘দুই-একটা হরতাল’ দিয়ে এই বিচার বন্ধ করা যাবে না।
মানবতাবিরোধী অপরাধ যারা করেছে- তাদের বিচার ইনশাল্লাহ বাংলাদেশে হবে। এটা কেউ ঠেকাতে পারবে না।
ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, কিছু বাধ্যবাধকতা আছে। আমরা চারটা বিমান কিনেছি। আরো চারটা কিনছি। বিমানবন্দর আপগ্রেড করছি। নিরাপত্তার বিষয়টিও থাকে। আসলে, এতো দিনের জঞ্জাল। সব জঞ্জাল আমাদের সাফ করতে হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরই ঢাকা-নিউ ইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট শুরুর কথা বললেও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গ্রেড-১ এ উন্নীত না হওয়ায় বিষয়টি আটকে আছে। শেখ হাসিনা তার বক্তৃতায় গ্রামের মানুষের জীবনমান উন্নয়নে নেয়া ‘পল্লীর জনপথ’ প্রকল্প এবং বিদ্যুত খাতের উন্নয়নে নেয়া বিভিন্ন  উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরেন।
এর আগে প্রধানমন্ত্রী ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, বিশ্বের খুব কম দেশই এতো কম সময়ে এতো উন্নয়ন করেছে। কোনো ‘ষড়যন্ত্র করে’ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে স্থানীয় নেতারা ছাড়াও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি অনুষ্ঠানে বক্তব্য দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া