adv
৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্টামফোর্ডের হান্নান ফিরোজ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নেতা একেএম এনামুল হক শামীম হত্যাচেষ্টা মামলায় বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট ও সাবেক ভিসি অধ্যাপক এম এ হান্নান ফিরোজকে গ্রেফতারের পর ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার সকালে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, বুধবার ভোররাতে ধানমন্ডির বাসা থেকে হান্নান ফিরোজকে গ্রেফতার করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, এ মামলায় গ্রেফতার আসামি রানা হাওলাদর মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য হান্নান ফিরোজের জড়িত থাকার কথা বলেন। এ কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, এনামুল হক শামীম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অন্যতম পরিচালক। গত ১৯ জুন সকালে অফিসে যাওয়ার সময় ধানমণ্ডি ইবনের সিনা হাসপাতালের পাশে তিনি হামলার শিকার হন। হামলাকারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি করলে বাঁ হাতে গুলিবিদ্ধ হন শামীম। তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরদিন ২০ জুন তার চাচা নাসির উদ্দিন বাদি হয়ে ধানমণ্ডি থানায় মামলা করেন। এরপর পুলিশ ও র‌্যাব গত ৭ ও ৮ জুলাই পৃথক অভিযানে সাতজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে রানা হাওলাদার মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া