adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মেয়াদোত্তীর্ণ ১৭০০ কেজি মিষ্টি ও খেজুর ধ্বংস

ডেস্ক রিপাের্ট: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৭০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ও মিষ্টি ধ্বংস করা হয়েছে। রোববার দুপুরে মেয়াদোত্তীর্ণ খেঁজুর ও মিষ্টি রাখার দায়ে এগারসিন্দুর কোল্ড স্টোরেজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রমজান মাসে বিক্রির জন্য কিশোরগঞ্জের স্বনামধন্য মিষ্টির দোকান মদনগোপাল সুইটসের ১০০০ কেজি মিষ্টি ও ভৈরবের এক ব্যবসায়ী ৭০০ কেজি খেঁজুর ওই স্টোরেজে রেখেছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন রমজান মাসকে সামনে রেখে কিশোরগঞ্জ শহরের স্বনামধন্য মিষ্টির দোকান মদনগোপাল সুইটস অধিক লাভের আশায় এগারসিন্দুর কোল্ড স্টোরে ২৪টি ড্রামে ১০০০ কেজি মিষ্টি এবং ভৈরব উপজেলার একজন ব্যবসায়ী ৭০০ কেজি খেজুর সংরক্ষণ করে রাখেন।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন এ অভিযান চালায়। এ সময় কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও একদল পুলিশের উপস্থিতিতে কোল্ড স্টোরেজ চত্বরে জনসম্মুখে মেয়াদোত্তীর্ণ ১০০০ কেজি মিষ্টি ড্রাম থেকে মাটিতে ফেলে বালি দিয়ে নষ্ট করা হয় এবং ৭০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন জানান, রমজানকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মেয়াদোত্তীর্ণ ১০০০ কেজি মিষ্টি ও ৭০০ কেজি খেজুর ধ্বংস করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া