adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেয়ালে পিঠ ঠেকে গেলে অনেক কিছু করতে হয়’

image_70383_0ঢাকা: রাজধানী ঢাকার নীলক্ষেত পুরানো আর দুর্লভ সব বইয়ের জন্য বিখ্যাত। আর তাই সব ধরনের বইয়ের খোঁজে শেষপর্যন্ত নীলক্ষেতেই দ্বারস্থ হতে হয় পাঠকদের। পাঠকের সব ধরনের বইয়ের চাহিদা মিটিয়ে থাকেন এখানকার বই ব্যবসায়ীরা। কিন্তু তাদের চাহিদাগুলো কি মিটছে ঠিকমতো? এ প্রশ্নের উত্তর খুঁজতে বুধবার নীলক্ষেতে গিয়েছিলেন বাংলামেইলের এই প্রতিবেদক।দীর্ঘ ২৮ বছর ধরে রাজধানীর নীলক্ষেত এলাকায় পুরোনো বই বিক্রি করে আসছেন ৬৮ বছর বয়সী আব্দুর রহমান মুন্সী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বই বিক্রি করেন তিনি। ‘কেমন আছেন’ জানতে চাইলে তিনি বাংলামেইলেকে বলেন, ‘ভালো ছিলাম মা। বই বিক্রি করে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হতো। তবে এখন অবরোধ আর হরতালের কারণে আগের মতো রোজগার নাই।’আব্দুর রহমানের মতো আরেক ব্যবসায়ী মো. রিয়াজও এখানে বিচিত্র রকমের বই বিক্রি করেন। যাকে বলে ‘হ-য-ব-র-ল’। তবে ‘বিবিএ-এমবিএ এবং রেফারেন্স বই বেশি বিক্রি হয়’ বলে জানান তিনি।নীলক্ষেত এলাকায় পুরানো বইয়ের এ ব্যবসা কবে থেকে শুরু হয়েছে তা কেউ সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি। তবে আব্দুর রহমান মুন্সীর মতো দীর্ঘ দিনের পুরানো বই বিক্রেতারা বলেন, ‘সংগ্রামের পর (১৯৭১) থেকে শুরু হয়ে একটু একটু করে আজ এ পুরানো বইয়ের মার্কেট বিরাট আকার ধারণ করেছে।’বলাবাহুল্য, নীলক্ষেতের এ মার্কেটে সাহিত্য ও রেফারেন্স গাইড, চাকরির গাইড, আইনের বই, মেডিকেলের বই, বিবিএ-এমবিএর বই থেকে শুরু করে সব ধরনের পুরোনো বই পাওয়া যায়। এছাড়া বিভিন্ন বইয়ের ফটোকপিও বিক্রি হয়। পাশাপাশি কোনো কোনো দোকানে নতুন বইও পাওয়া যায়।

নতুন বইয়ের দাম প্রসঙ্গে জানতে চাইলে ব্যবসায়ী মো. মোস্তফা বলেন, ‘সাধারণত নতুন বইয়ের বিক্রেতারা ৩০ শতাংশ ছাড় দেয়, আর আমরা দেই ৫০ শতাংশ। আবার কেউ একটা বই কিনে নিয়ে পরবর্তীতে ওই বই বিক্রি করতে বা ফেরত দিতে এলে আমরা তার কাছ থেকে ৬০ ভাগ কমিশনে কিনে নেই।’
মাসে কতো আয় হয়- এর জবাব মোস্তফা বলেন, ‘আয় কোনোদিন বেশি হয়, আবার কোনোদিন কম হয়। সংসার চলে আর কী। দেশের যে অবস্থা, এখন আয় নাই বললেই চলে।’
ফুটপাতে ব্যবসা করেন, কোনো সমস্যা হয় না- জানতে চাইলে আরেক বই বিক্রেতা উজ্জ্বল দেওয়ান বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে অনেক কিছু করতে হয়। ফুটপাত ব্যবসা অবৈধ জানি, কিন্তু ব্যবসা না থাকলে আমরা চলমু ক্যামনে! এখানে যারা বই কেনে তাগো উপকার হইতেছে, আমরাও কিছু খাইয়া-পইড়া বাইচ্যা আছি।’
‘চাঁদাবাজদের উৎপাত কেমন’ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিক্রেতা বলেন, ‘আমাদের কোনো চাঁদা দিতে হয় না, আমাদের উন্নয়নের জন্য একটা সমিতি আছে সেখানে মাসে মাসে কিছু টাকা চাঁদা দিতে হয়।’
জীবিকার তাগিদে নানাবিধ সমস্যার মধ্যেও নীলক্ষেতের পুরানো বই বিক্রেতারা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখানে ক্রেতা বলতে মূলত মধ্যবিত্ত শ্রেণীর ছাত্র-ছাত্রীরাই। কম দামের জন্যই তারা এখানে আসেন।
কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তাদের এখানে আসার কারণ অনেক পুরানো, দুষ্প্রাপ্য ও রেফারেন্স বই এখানে পাওয়া যায়। অনেক সময় মূল বই পাওয়া না গেলে বইয়ের ফটোকপিও বিক্রি হয় এখানে। এছাড়া অনেক বইয়ের নতুন কপিও কখনো কখনো দোকানে পাওয়া যায় না। তখন আসতে হয় এখানে।
নীলক্ষেতে বই কিনতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গিয়াসউদ্দিন গিয়াস বলেন, ‘আমি প্রায়ই এখান থেকে বই কিনি। পাঠ্যবই ছাড়া চাকরি সংক্রান্ত বই এবং পুরোনো কোনো কালেকশন খুঁজে না পেলে আমি এখান থেকে কিনে নেই।’
বাংলা বিভাগের ছাত্রী ফারজানা ইয়াছমিন বলেন, ‘বাংলা সাহিত্যের অনেক রেফারেন্স বই এখানে অনেক কম দামে পাওয়া যায়। সেজন্য এখান থেকে কিনি। এ বইয়ের মার্কেটটি থাকাতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছাত্র-ছাত্রীর জন্য অনেক সুবিধা হয়।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া