adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে পুরুষ ফুটবল বাদ, খেলবে নারী দল

নিজস্ব প্রতিবেদক: আগামী সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের দেশটি ১৮টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর মধ্যে ফুটবল ডিসিপ্লিনে ছেলেদের ইভেন্টে অংশ নেবে না। ছেলেদের না পাঠিয়ে মেয়েদের ইভেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশের (বিওএ) শনিবারের সভায় এ সিদ্ধান্ত হয়।
এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএ কোষাধ্যক্ষ এ কে সরকার সাংবাদিকদের জানান, ছেলেদের বদলে মেয়েদের ফুটবল ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। এ ছাড়া মোট ১৭টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা ছিলো। তবে একটি ডিসিপ্লিন বেড়েছে, যোগ হয়েছে বক্সিং। অর্থাৎ মোট ১৮টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।
চীনের হাংজুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের আসর। মূলত গত বছর আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসর। কিন্তু করোনাভাইরাসের থাবায় তা পিছিয়ে যায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া