adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাতার ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আগামী বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটির আগের দিন ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গত মাসে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হারে জামাল ভূঁইয়ারা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কাতারের মুখোমুখি হবে তারা। ম্যাচটির জন্য ভালো প্রস্তুতিও নিয়েছে জেমি ডের শিষ্যদের। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই এক প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় তারা।

এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ঘোষিত ২৩ সদস্যের দলে রয়েছেন ৩ গোলরক্ষক। রক্ষণভাগের খেলোয়াড় রাখা হয়েছে ৭ জন, মিডফিল্ডার ৮ জন ও স্ট্রাইকার ৫ জন।

বাছাই পর্বে ‘ই’ গ্রুপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কাতার।

এক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ওমান। দুই ম্যাচে ৩ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয়স্থানে আছে আফগানিস্তান। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে ভারত। তলানিতে আছে বাংলাদেশ।

বাংলাদেশ দল:

গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান ও শহীদুল আলম।

রক্ষণভাগ : এসএম মঞ্জুরুর রহমান, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত ও রায়হান হাসান।

মিডফিল্ডার : জামাল ভুঁইয়া, বিপলু আহমেদ, রবিউল হাসান, সোহেল রানা, আরিফুর রহমান, মামুনুল ইসলাম মামুন, মোহাম্মদ ইব্রাহিম ও জুয়েল রানা।

ফরোয়ার্ড : তৌহিদুল আলম সবুজ, নাবীব নেওয়াজ জীবন, মতিন মিয়া, মাহবুবুর রহমান ও সাদ উদ্দিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া