adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের হয়ে খেলতে চান ইংল্যান্ডের ক্রিকেটার গ্যারি ব্যালান্স

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করার পর বাংলাদেশের বিপক্ষে এই ফরম্যাটের সিরিজ জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর মাঝেই জানা গেল, ইংলিশ ক্রিকেটার গ্যারি ব্যালান্স খেলতে চাইছেন জিম্বাবুয়ের হয়ে। শুধু খেলতে চাওয়াই নয়, তিনি ইতোমধ্যে আইসিসির কাছে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন।
ইংল্যান্ডের হয়ে ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত ২৩ টেস্ট আর ১৬টি ওয়ানডে খেলেছেন ৩২ বছর ২৫৪ দিন বয়সী ব্যালান্স।
এই দুই ফরম্যাটে তার সংগ্রহ যথাক্রমে ১৪৯৮ এবং ৩৯৭ রান। ২০১৫ সালে সর্বশেষ ওয়ানডে এবং ২০১৭ সালে সর্বশেষ টেস্ট খেলা এই ক্রিকেটার ১০ টেস্টে হাজার রান করেছিলেন। যা ছিল ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম হাজার রানের রেকর্ড।
আইসিসির আইন অনুযায়ী, টেস্ট খেলুড়ে দেশের কোনো ক্রিকেটার সর্বশেষ তিন বছর জাতীয় দলের হয়ে না খেললে বা সুযোগ না পেলে তিনি অন্য দেশের হয়ে খেলার আবেদন করতে পারেন। উল্লেখ্য, গত জুনে ব্যালান্সসহ কয়েকজনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনেন পাকিস্তানি বংশোদ্ভূত ইয়র্কশায়ার ক্রিকেটার আজিম রফিক। ব্যালান্স সেই অভিযোগ স্বীকার করে অনুতাপও প্রকাশ করেছেন। জি নিউজ,

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া