adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের দ্রুততম মানব – মানবী ইমরানুর ও সুমাইয়া ১০০ মিটার স্প্রিন্টের হিটেই বাদ

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশা ছিল বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অন্তত নিজের সেরা টাইমিংকে পেছনে ফেলবেন। সেটাও হয়নি। ১০০ মিটার স্প্রিন্টের হিটে ৩৩তম হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এই অ্যাথলেট।
বার্মিংহামে মঙ্গলবার ১০০ মিটারের সাত নম্বর হিটে অংশ নিয়ে ১০ দশমিক ৪৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন ইমরানুর। সব হিট মিলিয়ে হন ৩৩তম।
ইমরানুরের ব্যক্তিগত সেরা টাইমিং ১০ দশমিক ২২ সেকেন্ড, বিশ্ব অ্যাথলেটিকসের প্রস্তুতিতে লন্ডনে এই টাইমিং করেছিলেন ইমরান। কমনওয়েলথ গেমসে নিজের সেরা টাইমিং তো বটেই, এর কাছাকাছি করতে পারলেও তাঁর জায়গা হয়ে যেত সেমি-ফাইনালে। ১০.৩৯ সেকেন্ড টাইমিং নিয়ে সবশেষ প্রতিযোগী হিসেবে সেমি-ফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার জেইক ডোরান। বিডিনিউজ
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের সেরা টাইমিং করেও হিট থেকে বাদ পড়েছেন সুমাইয়া দেওয়ান। তিন নম্বর হিটে ১২ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে সাত জনের মধ্যে সপ্তম হন সুমাইয়া। বার্মিংহামে ২১ প্রতিযোগীর মধ্যে ১৯তম হওয়া এই অ্যাথলেট গত জানুয়ারিতে ১২ দশমিক ৩২ সময় নিয়ে দেশের দ্রুততম মানবী হয়েছিলেন।
সাঁতার থেকেও আসেনি কোনো ভালো খবর। স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার ফ্রি স্টাইলের ষষ্ঠ হিটে আট প্রতিযোগীর মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেন আসিফ রেজা। ২৪ দশমিক ৬৭ সেকেন্ড সময় নিয়ে সব মিলিয়ে ৭১ সাঁতারুর মধ্যে ৪৪তম হন তিনি।
ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে ১১ জনের মধ্যে নবম হয়েছেন বাংলাদেশের কাজী মনিরা। স্ন্যাচ (৭৫) ও ক্লিন অ্যান্ড জার্ক (৯৫) মিলিয়ে ১৭০ কেজি তুলেন তিনি। সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া