adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের ৪৫ বছর পর অবনমন

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৭ আগস্ট) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে দলটি। ফলে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে ঢাকার গোপীবাগের দলটির। দেশের ফুটবলের শীর্ষ পর্যায় থেকে ৪৫ বছর পর অবনমন হলো ব্রাদার্সের।

সাংস্কৃতিক সংগঠন হিসেবে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাদার্স ইউনিয়ন। ১৯৭৩ সালে ফুটবলে আবির্ভূত হয় তারা। এর দুই বছর পরই উঠে আসে দেশের ফুটবলের শীর্ষ স্তরে। দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে একসময় পাল্লা দিয়েছে ব্রাদার্স। কিন্তু বেশ ক’বছর ধরেই বড় দল গড়তে ব্যর্থ ছিল ক্লাবটি।

২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর দুইবার অবনমন হওয়ার খুব কাছাকাছি এসেও বেঁচে গিয়েছিল ব্রাদার্স। ২০১২-১৩ মৌসুমে ৯ দলের মধ্যে হয়েছিল অষ্টম এবং ২০১৮-১৯ মৌসুমে ১৩ দলের মধ্যে হয়েছিল ১১তম। এবার আর শেষ রক্ষা হলো না দলটির।

এবারের আসরে সবার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয় আরামবাগ ক্রীড়া সংঘের। আগামী মৌসুমে আরামবাগ ও ব্রাদার্স খেলবে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। – দেশরূপান্তর

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া