adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৪ আসনের এমপি হলেন আগা খান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আগা খান (মিন্টু)।
শুক্রবার রিটার্নিং অফিসার ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার এক গণ-বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

এই আসনে মনোনয়নপত্র দাখিল করা সব প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আগা খান একমাত্র প্রার্থী থাকায় তাকেই নির্বাচিত ঘোষণা করা হয়।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।

আগা খান ছাড়া এই আসনের উপনির্বাচনে লড়তে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ।

গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আজ শুক্রবার আগা খানকে নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে।

নির্বাচন কমিশন ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৮ জুলাই এই ৩টি আসনে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। এর মধ্যে কুমিল্লা-৫ আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খান। তবে তাঁর ব্যাপারে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া