adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাইয়ে ট্রেনে জোড়া বিস্ফোরণ, নারী নিহত

ডেস্ক রিপোর্ট : ভারতের চেন্নাই রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে জোড়া বিস্ফোরণে ২২ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয় জন যাত্রী।
বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে বেঙ্গালোর-গৌহাটি এক্সপ্রেস ট্রেনটি ১০ মিনিটের যাত্রাবিরতি দিতে স্টেশনের নয় নম্বর প্লাটফর্মে পৌঁছালে এ বিস্ফোরণ ঘটে।
রেলওয়ে স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আর কে মিশ্র জানিয়েছেন, দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ততটা জোরালো আঘাত ছিল না।
তিনি জানান, ট্রেনের এস৪ ও এস৫ কোচের মধ্যখানে এ বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে সিটে বসে থাকা স্বাতী নামে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া, কেউ বিস্ফোরণ ঘটিয়েছে নাকি, ট্রেনের কোনো যন্ত্র বিস্ফোরিত হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। জানা যায়নি বিস্ফোরণের প্রকৃত ধরনও। ঘটনাস্থলে জাতীয় তদন্ত সংস্থার একটি দল (এনআইএ) পৌঁছেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া