adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সর্বোচ্চ ৪০ তলা ভবন হচ্ছে আগারগাঁওয়ে

nb-1424707437নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁওয়ে দেশের সর্বোচ্চ ভবন নির্মাণ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোড্র্ (এনবিআর)।
এজন্য নির্মিতব্য ২০ তলা ভবনের নকশা পরিবর্তন করে ৪০ তলা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পরামর্শক্রমে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
প্রতিষ্ঠানটির শুল্ক ও গোয়েন্দা দফতরে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আগারগাঁওয়ে আমাদের নিজস্ব ৪০ তলা রাজস্ব ভবন তৈরির বিষয়ে সরকারের সব বিভাগ একমত হয়েছে। এ বিষয়ে কোনো বিভাগ থেকে আপত্তি করা হয়নি। রাজস্ব ভবন নিয়ে সবাই অত্যন্ত উৎসাহী। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমাকে আশ্বাস দিয়েছেন যে, দেশের সর্বোচ্চ ভবন হবে রাজস্ব ভবন।
 
এনবিআরের নিজস্ব ভবনের বিষয়ে প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ১৯৯২ সালের এপ্রিলে আয়কর অণুবিভাগের অনুকূলে প্রথম রাজধানীর আগারগাঁওয়ে তিন একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। কাজ শুরু করতে না পারায় জায়গাটিতে জতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট করা হয়। এরপর ২০০১ সালের ৩ জুলাই পুনরায় কর বিভাগের নামে দুই একরের (প্লট নম্বর এফ-১ এ) জমি বরাদ্দ দেওয়া হয়। ওই জমিতে ২০ তলা ফাউন্ডেশনের ওপর ১২ তলা ভবন নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৪১ কোটি ৩৬ লাখ টাকা। কিন্তু বিভিন্ন জটিলতায় যথাসময়ে ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।
পরে ২০১১ সালের ২৪ জুন মাটি ভরাট কাজের উদ্বোধন করেন তৎকালীন চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ। এক পর্যায়ে ২৫০টি শোর পাইলিং করার পর উত্তর পাশের জমি নিয়ে বিরোধ দেখা দেওয়ায়  নির্মাণ কাজের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্ট ২০১৪ সালের ২৭ ফেব্র“য়ারি আদেশ প্রত্যাহার করে নেন।এরপর ওই বছরের ৫ মার্চ প্রকল্প এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করে দখলিস্বত্ব নেয় এনবিআর।ভবন নির্মাণের কার্যক্রম পুনরায় শুরু করা হয়।
বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের কাছ থেকে ভাড়া নেওয়া ভবনে এনবিআরের মূল কার্যালয় অবস্থিত। তবে দীর্ঘদিনের পুরনো ভবন হওয়ায় সেখানে পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা পাওয়া যাচ্ছে না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া