adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরাজকে নিয়ে মুশফিকের লড়াই

নিজস্ব প্রতিবেদক : সবার আসা যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম মুশফিকুর রহিম। ওয়ানডেতে নিজের ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। কিন্তু তার মাইলফলকের ম্যাচটাতে শুরু থেকে চাপে থাকল দল। চার নম্বরে নেমে নিঃসঙ্গ নাবিকের মতো এগিয়ে যাচ্ছিলেন। অবশেষে আটে নামা মেহেদী হাসান মিরাজের কাছ থেকে পাচ্ছেন সমর্থন।

১১৭ রানে ৬ উইকেট হারানোর পর মুশফিক-মিরাজের ব্যাটে দু শ পেরোনোর আশা দেখছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ৪৩ ওভার শেষে ১৮৭/৬। মুশফিক ৬৭ ও মিরাজ ৩২ রান নিয়ে ব্যাট করছেন। এরই মধ্যে দুজনের জুটি হয়েছে ৭০ রানের।

টস জিতে আগে ব্যাট করতে নেমে তামিম-সৌম্যর পর মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান ব্যর্থতার ষোলোকলা পূরণ করেন। স্কোর বোর্ডে ৮৮ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ৬ হাজার রানের মাইলফলক পূরণ করা মুশফিকুর রহিম একমাত্র ব্যতিক্রম।

আগের ম্যাচে লাসিথ মালিঙ্গার প্রথম ওভার থেকেই ধুঁকছে বাংলাদেশ। নিজের বিদায়ী ম্যাচে একের পর এক ইয়র্কারে কুপোকাত করে গেছেন টাইগারদের। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকারকে নিয়ে সাবধানী শুরু করেন এই সিরিজে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম।

কিন্তু সাবধানী শুরুর পরও মালিঙ্গাবিহীন শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের ব্যাটিং মুখ থুবড়ে পড়ল। দলীয় ২৬ রানেই সৌম্য সরকার আর ৩১ রানে তামিম ইকবাল ফিরে যান প্যাভিলিয়নে।

নুয়ান প্রদীপের ষষ্ঠ ওভারের চতুর্থ বলটা ছিল-ফুলটস। সেই বলটাই কিনা ব্যাটে বলে করতে পারলেন না সৌম্য। প্যাডে আঘাত হানল বলটি। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিতে একবারও ভাবেননি। ১৩ বলে ১১ রান করেন তিনি ১ চারে।

সৌম্য অবশ্য রিভিউ নেবেন কিনা সিদ্ধান্ত নিতে খানিক সময় দাঁড়িয়ে রইলেন। তবে অপর প্রান্ত থেকে তামিমের সাড়া না পেয়ে আর রিভিউ নেননি।

আগের ম্যাচে লাসিথ মালিঙ্গার অবিশ্বাস্য বলে ফিরেছিলেন তামিম। রানের খাতা খোলার আগেই। এদিন ধীরস্থির ব্যাটিংয়ে রানে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হলেন। ইসুরু উদানার নবম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফিরে যান। ৩১ বলে ২ চারে ১৯ রান করেন তামিম।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তিন নম্বর পজিশনটায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রস্তুতি ম্যাচে ভালো করে নির্ভরতার আভাস দিয়ে রেখেছিলেন। কিন্তু মূল সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ তিনি। আকিলা ধনঞ্জয়ার বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে মাত্র ১২ রান করেই ফেরেন তিনি। তাতে ৫২ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর উইকেটে স্থায়ী হতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। ১৮ বলে ৬ রান করে আকিলার বলে বোল্ড হন মাহমুদউল্লাহ। ১১ রান করা সাব্বির শিকার হন আউটের।

৮৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখাতে পারেননি মোসাদ্দেক হোসেনও। মুশফিকের সঙ্গে তার ষষ্ঠ উইকেটের জুটিটা ২৯ রানেই থামে। ২৭ বলে ১৩ রান করে উদানার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মোসাদ্দেক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া