adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের কোনো মাঠই আমার কাছে বড় নয়, নিন্দুকদের শুনিয়ে দিলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে ফর্মের মগডালে আছেন আন্দ্রে রাসেল। ধুমধাড়াক্কা ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্সকে এনে দিচ্ছেন একের পর এক জয়। এখন পর্যন্ত তিনি কতটা বিধ্বংসী নিচের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়।

চার ম্যাচে সব মিলিয়ে ৭৭ বল খেলে ২০৭ রান করেছেন রাসেল। এর মধ্যে ১৮০ রানই করেছেন শুধু চার-ছক্কা হাঁকিয়ে। আরও নির্দিষ্ট করে বললে তার ২০৭ রানের মধ্যে ১৩২ রানই এসেছে বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকে।

রাসেল ব্যাট হাতে চার ম্যাচে মেরেছেন ২২টি ছক্কা। সব আবার সমান্তর ধারায়। হায়দরাবাদের বিপক্ষে চারটি, পাঞ্জাবের বিপক্ষে পাঁচটি, দিল্লির বিপক্ষে ছয়টি এবং বেঙ্গালুরুর বিপক্ষে সাতটি ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবীয় বিগ হিটার।

গেল শুক্রবার রাসেলের প্রতিটি ছক্কাই ছিল বিশাল। সব আকাশকে ছুঁয়ে আছড়ে পড়েছে গ্যালারিতে। তবু নিন্দুকেরা সমালোচনা করতে ছাড়েননি। তারা বলেন, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি ছোট ছিল।
রাসেলের কৃতিত্বকে খাটো করতে অজুহাত হিসেবে এটি সামনে দাঁড় করান সমালোচকরা। তবে সেই দুয়োও ছক্কার স্টাইলেই উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়ে দিয়েছেন তার কাছে বিশ্বের কোনো মাঠই বড় নয়।

রাসেল বলেন, আমার কাছে বিশ্বের কোনো মাঠই যথেষ্ট বড় নয়। আমি আমার পাওয়ারে বিশ্বাসী। হাত ও চোখের যোগসাজশ এখানে বড় ফ্যাক্টর। বিশেষ করে লো ফুলটস ডেলিভেরিতে। কারণ এগুলোতে বড় শট খেলা কঠিন। আমি চেষ্টা করি হাত খুলে খেলার। আমি হয়তো বোঝাতে পারব না। তবে মাঠে দেখিয়েই দিতে পারি (হাসি)। -জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া