adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরবাসীর সমস্যার কথা শুনলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন

sayed1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদার ওয়াসা রোডে শনিবার সকাল সাড়ে ১১টায় ৬ নম্বর ওয়ার্ডের কয়েক শ মানুষ জমায়েত হয়েছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে নিয়ে সেখানে আসেন সবার কথা শুনতে।
 
মেয়র ও এমপির কাছে বিভিন্ন সমস্যার কথা জানান স্থানীয়রা। কেউ বলেন, রান্নার গ্যাস থাকে না। কেউ অভিযোগ করেন, পয়ঃনিস্কাশনের নালা উপচে পড়ছে। ভাঙা কালভার্ট ও সেতুতে ওঠার ঢালুপথ মেরামতের অনুরোধ এলো কারো কারো কাছ থেকে। যানজট নিরসনে রাস্তা সম্প্রসারণের কথাও বললেন তারা। ফুটপাত দখলমুক্ত করা, কমিউনিটি সেন্টারের ভেতর স্থাপিত থানা সরানো, খেলার মাঠ করা, রাস্তার ওপর ময়লা সরানো, কুকুরের আধিক্য কমানো, মশা আর মাদকের উপদ্রবের কথা বললেন অনেকেই।
 
মেয়র সাঈদ খোকন ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর ২০১৬’ বাস্তবায়নে ‘জনপ্রতিনিধি জনতার মুখোমুখি’ আয়োজনের প্রথম পর্ব এভাবেই শুরু হয়েছে। সংসদ সদস্য এবং মেয়র দুজনেই ধৈর্য্য নিয়ে নাগরিকদের কথা শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। ওয়ার্ড কাউন্সিলর বি এম সিরাজুল ইসলাম ভাট্টি অনুষ্ঠান পরিচালনা করেন।
 
৬ নম্বর ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে মার্চ মাসেই এলাকায় ১০০ নতুন ডাস্টবিন স্থাপনের ঘোষণা দিয়েছেন সাঈদ খোকন। সমগ্র সিটি করপোরেশনে হাজার হাজার নতুন ডাস্টবিন দেওয়া হবে বলে জানান তিনি। মশা নিধনে ফগার যন্ত্রধারীদের তদারকের জন্য ওয়ার্ড পরিষদের সদস্যদের তাতক্ষণিক নির্দেশ দিয়েছেন মেয়র।
 
অবিলম্বে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেফতার করা, ভাঙা কালভার্ট, পুল, পয়ঃনালা মেরামতের কাজ হাতে নেওয়ার কথা ঘোষণার পাশাপশি সিটি করপোরেশনের যেকোনো সমস্যা ৭২ ঘণ্টায় সমাধান নাহলে মেয়রকে জানানোর জন্যও বলেন সাঈদ খোকন।
 
অবাঞ্ছিত কুকুর নিধনে আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে সিটি করপোরেশন এবং গ্যাসের অপ্রতুলতা, যানজটসহ বেশকিছু সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দফতরের সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে জানান মেয়র।
 
সভায় উপস্থিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী জনতার মুখোমুখি হবার মেয়রের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘উন্নয়নের পথে এগুতে জনপ্রতিনিধিরা দল-মত নির্বিশেষে কাজ করবেন। কারো একার পক্ষে তা সম্ভব নয়, এগিয়ে আসতে হবে সকলকে।’  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া