adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জাবি গ্রন্থাগারের বই বিক্রির উদ্যোগে ক্ষোভ

image_65706_0জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল্যবান এবং পুরনো ৭ হাজার ৬৮৮টি বই বিক্রির উদ্যোগে ক্ষুব্ধ হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। ২৩ টাকা কেজি দরে টেন্ডারে এসব বই বিক্রির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার দুপুরে গ্রন্থাগারের বারান্দায় প্রতিবাদ করে কর্তৃপক্ষের এই কর্মকাণ্ডের নিন্দা জানান শিক্ষার্থীরা।এ ব্যাপারে ডেপুটি রেজিস্ট্রার (গ্রন্থাগার) আমির হোসেন বাংলামেইলকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে কাজ করছি, এটি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত।’আমির হোসেন আরো জানান, ২০১২ সালের ২৬ জানুয়ারির সিন্ডিকেট সভায় পুরনো এবং পাঠের অযোগ্য হয়ে পড়া বইগুলো বিভিন্ন বিভাগের সেমিনার গ্রন্থাগারে দিয়ে দেয়া এবং বিক্রির সিদ্ধান্ত হয়।

কিন্তু সুদীপ আদিত্য ও আরাফাত নোমানসহ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘বইগুলো মূল্যবান, অস্ট্রেলীয় হাইকমিশন, এশিয়া ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দাতা সংস্থা থেকে উপহার পাওয়া এবং দুর্লভ।’প্রতিবাদের ঘটনায় গ্রন্থাগারে উপস্থিত হয়ে সহকারী প্রক্টর ইব্রাহিম খালেদ বলেন, ‘শিক্ষার্থীদের আপত্তিতে বই বিক্রির উদ্যোগ স্থগিত করা হয়েছে।’এ ব্যাপারে জানতে গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজার মোবাইল ফোনে ও বাসায় চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া