adv
১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপে খেলছেন না কোহলি – ক্ষতির মুখে সম্প্রচারকারী সংস্থা স্টার গ্রুপ

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে বিরাট কোহলির না খেলা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কোহলির না থাকা নিয়ে রীতিমত অভিযোগ তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিভুক্ত সম্প্রচারক সংস্থা স্টার গ্রুপ। যা নিয়ে ঝামেলায়ই জড়িয়ে গেছে বিসিসিআই ও স্টার।

কোহলি খেলছেন না বলেই যত বিরক্তি স্টার গ্রুপের। ভারতের তো অবশ্যই, বিশ্ব ক্রিকেটের এই তারকা না থাকায় বিজ্ঞাপনের বাজারেও প্রভাব পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযোগ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) একটি ই-মেইলও করেছে স্টার গ্রুপ। ভারতীয় বোর্ডের একটি সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কোহলিকে এশিয়া কাপে বিশ্রাম দেয়ার ব্যাপারে আগেই আপত্তি তুলেছিল স্টার। এসিসিকে এ নিয়েই ই-মেইল করেছে তারা।

স্টারের দাবি, ভারত এশিয়া কাপে সেরা দল পাঠায়নি। ফলে বিজ্ঞাপনের বাজারে ধাক্কা খাচ্ছে স্টার।

স্টারের পাল্টা ই-মেইলে এসিসিকে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী (সিইও) রাহুল জোহরি লিখেছেন, ‘এটা শুনে রাখুন যে, দলটা নির্বাচন করে বোর্ডের অনুমোদিত নির্বাচক কমিটি।

ভারতীয় মিডিয়ার খবর, সম্প্রচারক সংস্থার অভিযোগ মেনে নিতে পারছে না দেশটির ক্রিকেটের অভিভাবক সংস্থা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, দল নির্বাচনের ক্ষেত্রে স্পন্সর সংস্থার নাক গলানোকে মোটেই ভালোভাবে দেখছে না বোর্ড।

বিসিসিআই’র একজন কর্মকর্তা বলেছেন, ভারতীয় দলে কে খেলবে, কে খেলবে না সেটা ঠিক করব আমরা। এটা একান্তভাবেই আমাদের ব্যাপার।

ইংল্যান্ড সিরিজের সময় থেকেই কোহলিকে বিশ্রাম দেয়া নিয়ে কথাবার্তা চলছিল। পরে বোর্ড মিটিংয়ে আলোচনার মাধ্যমেই অধিনায়ককে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2018
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া