adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২ লাখ টকা ঘুষ না পেয়ে পুলিশ থানায় ঝুঁলিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি

jessoreডেস্ক রিপাের্ট : যশোর কোতোয়ালি মডেল থানায় যুবককে উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের ছবি সম্বলিত প্রতিবেদন মিডিয়ায় প্রকাশ হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তবে যে যুবককে ঝুলোনা হয়েছিল বলে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে সেই আবু সাঈদ দাবি করছেন, ‘আমাকে পুলিশ আটক করেছিল। কিন্তু কোনো নির্যাতন করেনি।’
স্থানীয় এক জনপ্রতিনিধি বলছেন, ‘ছবিটি আমি দেখেছি। উল্টো করে ঝুলানো ছবিটি সাঈদেরই।’
সাঈদের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বুধবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তালবাড়িয়া কলেজপাড়া থেকে সাঈদকে আটক করে নিয়ে যান সাদা পোশাকের পুলিশ সদস্যরা। কোতোয়ালি মডেল থানার সিভিল টিমের সদস্য এসআই নাজমুল ও এএসআই হাদিবুর রহমান তাকে ধরে নিয়ে যান।

অভিযোগ ওঠে, তারা সাঈদকে হাতকড়া পরিয়ে দুই টেবিলের মাঝখানে উল্টো করে ঝুলিয়ে মারধর করেন। একইসঙ্গে তার পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে তাকে পরদিন থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
তবে শুক্রবার (৬ জানুয়ারি) আবু সাঈদ, তার স্ত্রী এবং বৃদ্ধা মা প্রেসক্লাব যশোরে এসে সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘বুধবার রাতে এলাকার একটি চায়ের দোকান থেকে পুলিশ সাঈদকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয়। এই সময়ে তার কাছে পুলিশ কিছুই জানতে চায়নি। তাকে কোন টর্চার করা হয়নি। মিডিয়ায় প্রকাশিত ছবিটি তার নয়।’

তবে সূত্র বলছে, শুক্রবার সকালে একাধিক পুলিশ সদস্য সাঈদদের বাড়িতে যান। এজন্য ভয়ে তারা এখন সত্য কথা বলছে না।
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ইউপি সদস্য আসমত আলী চাকলাদার বলেন, ‘সাঈদ আমার ওয়ার্ডের বাসিন্দা। শুনেছি বুধবার রাতে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল। ৪৯ কিংবা ৫০ হাজার টাকার বিনিময়ে সে ছাড়া পেয়েছে।’
উল্টো করে ঝুলানো যে যুবকের ছবি দেওয়া হয়েছে- সেটি সাঈদের বলে তিনিসহ বাজারের আরও কয়েকজন শনাক্ত করেন।
এদিকে, আবু সাঈদ, তার স্ত্রী ও মা প্রেসক্লাব থেকে বেরিয়ে যাওয়ার পর পরই সেখানে যান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।

তিনি সাংবাদিকদের জানান, ছবিটি ভাইরাল হওয়ার পর পুলিশের পক্ষ থেকে তালবাড়িয়ার আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন। তিনি এই ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার এবং সার্কেলের এএসপি নাইমুর রহমান।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, ‘যারা এই ছবিসম্বলিত সংবাদ প্রকাশ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রেসক্লাব যশোরের সভাপতি-সম্পাদকের কাছে পুলিশ সুপার অনুরোধ করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া