adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খালেদার অসুস্থতাকে রাজনৈতিক ইস্যু বানাতে চায় বিএনপি’

ডেস্ক রিপাের্ট : খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনৈতিক ইস্যু বানাতে চায় বলে মনে করছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। তার মতে, এই ব্যাপারটা নিয়ে একটি ধূম্রজাল ছড়ানোর চেষ্টা করছে বিএনপি।

শনিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের ‘জনতন্ত্র গণতন্ত্র’ শিরোনামের টকশোতে অংশ নিয়ে এ কথা বলেন ইউসুফ হোসেন হুমায়ুন।

রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় টকশোতে আলোচক হিসেবে আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, একজন সেলিব্রিটি যদি জেলে থাকে এটা সরকারের দায়িত্ব তার স্বাস্থ্যের দিকে নজর দেয়া। এটা আইনগত দায়িত্ব।

অনুষ্ঠানের উপস্থাপক এ সময় ইউসুফ হোসেন হুমায়ুনকে বলেন, ‘খালেদা জিয়ার মামলার রায়কে বিএনপি রাজনৈতিক মামলা বলছে।’

জবাবে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘এটা বলা যায়। কিন্তু বাস্তবতা সেটা না। একটা দেশ থেকে ট্রাস্টে টাকা জমা হয়েছে। সেই টাকা কোথায় গেল জানা নাই। এ মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অনেক দিন ধরে চলেছে। প্রায় ১০ বছর এ মামলা চলেছে। আইনগত সব সুবিধাই তারা (বিএনপি) নিয়েছে। এরপর এই রায় হয়েছে। বিষয়টা হলো উনি (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত। আদালতই বলেছে এটা কি মামলা।’

লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়া নিয়ে প্রশ্ন তোলেন ইউসুফ হোসেন হুমায়ুন। বলেন, ‘তারেক রহমান লন্ডনে পাসপোর্ট জমা দেয়ার পরও তাকে তারা দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করল। যেখানে তার নাগরিকত্ব আছে কি না সেটা নিয়ে প্রশ্ন। একটা দলে এটা কী করে হয়!’

আওয়ামী লীগের নেতা বলেন, ‘তারেক রহমান জামিনে দেশ থেকে চলে গেছেন। তিনি ফিরে আসেননি। এরপর আইনগতভাবেই মামলা চলছে। এখন তিনি সাজাপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামিকে রাজনৈতিক আশ্রয় দেয়া হবে কি না, সেটা দেখার বিষয়। আমার মনে হয় যখন তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তখন তিনি সাজাপ্রাপ্ত ছিলেন না। যে শর্তে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ব্রিটিশ সরকার সেই অবস্থা এখন আছে কি না সেটা দেখার বিষয়।’

বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হওয়ার পর ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান৷ এরপর থেকে স্ত্রী-কন্যা নিয়ে তিনি সেখানেই অবস্থান করছেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত৷ ওই মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর এখন কারাগারে আছেন খালেদা জিয়া৷

উপস্থাপকের প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়া আগে থেকেই অসুস্থ ছিলেন। তার ঘাড়ে, পায়ে ও চোখে সমস্যা। বয়সের কারণে নানা সমস্যা তার। নির্জন কারাবাসে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে।’

নিতাই রায় বলেন, ‘এ ধরনের রাজনীতিক যারা কারাগারে অসুস্থ থাকেন, তার জন্য নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা বুলেটিং বের হওয়ার কথা। কারণ একটা বড়সংখ্যক মানুষ তাদের খোঁজ-খবর জানতে চায়। খালেদা জিয়ার ক্ষেত্রে এটা কিন্তু অন্ধকারে রাখা হয়েছে।’

‘আরেকটা বিষয়’, নিতাই রায় বলেন, ‘আমরা যত দূর জানি, ডাক্তাররা বলেছেন তাকে কারাগারের বাইরে নিয়ে চিকিৎসা করাতে। খালেদা জিয়া রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসা করান তিনি। ওই হাসপাতাল ও ডাক্তারদের প্রতি তার আস্থা আছে। এই আস্থাটা কিন্তু বড় ব্যাপার। ডাক্তারদের প্রতি রোগীর আস্থা থাকলে এমনিতেই রোগ অনেকটা ভালো হয়ে যায়- এটা তো আমরা জানি।’

খালেদা জিয়াকে কারাগারের বাইরে চিকিৎসা দেয়ার পক্ষে নিতাই রায় বলেন, ‘উনি তো পালিয়ে যাচ্ছেন না। তাকে সেখানে নেওয়ার অসুবিধা কোথায়?’ এই প্রশ্ন তুলে বিএনপির নেতা বলেন, ‘এ জিনিসটা করা হচ্ছে না। তার শারীরিক অবস্থা গোপন রাখা হচ্ছে। যেমন তাকে তিনবার কোর্টে নেওয়া হয়নি। বলা হচ্ছে অসুস্থতার জন্য তাকে নেওয়া হচ্ছে না।’

পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বন্দি খালেদা জিয়ার সঙ্গে দলের নেতা ও স্বজনদের দেখা করতে না দেয়ার অভিযোগ করেন নিতাই রায়। বলেন, ‘প্রথমে তার অত্মীয়স্বজন দেখা করতে গেল। জেলগেট থেকে তারা ফিরে এসেছে। অসুস্থতার জন্য তাদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। এরপর আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল দেখা করতে যায়। তাদেরও দেখা করতে দেওয়া হয়নি। এসব ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে।’

তবে সম্প্রতি খালেদা জিয়ার ভাগ্নি-ভাগ্নে এমন কয়েকজন স্বজন কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। তারা জানিয়েছেন, খালেদা জিয়া অসুস্থতার কারণে দোতলা থেকে নিচে নামতে পারেন না। সর্বশেষ গতকাল শনিবার বিএনপির একটি প্রতিনিধিদল কারগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসেছেন।

এই প্রতিনিধিদলের সাক্ষাতের কথা উল্লেখ করে নিতাই রায় বলেন, ‘আজকে (শনিবার) কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রতিনিধিদল বলেছে, তিনি মারাত্মক অসুস্থ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।’

লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট ও নাগরিকত্ব বিতর্ক নিয়েও কথা বলেন নিতাই রায় চৌধুরী। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা ও সরকারের কয়েকজন মন্ত্রী তাদের বক্তব্যে দাবি করছেন ব্রিটিশ দপ্তরে পাসপোর্ট জমা দেয়ার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন।

নিতাই রায় বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের নাগরিক কি না এ প্রশ্ন করাই অবান্তর। তারেক জিয়া অবশ্যই বাংলাদেশের নাগরিক। তিনি লন্ডনে আছেন। পাসপোর্ট জমা দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ের জন্য। এটা সেখানে জমা দিতে হয়। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন। সময় হলেই দেশে ফিরবেন তিনি।’

জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার খালেদা ও তারেকের বিরুদ্ধে এসব মামলা-মোকাদ্দমা আর হয়রানি করছে বলে মনে করেন নিতাই রায়। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন, প্রকৃত অর্থে সেটা সঠিক নয়, সেই টাকা ব্যাংকে এফডিআর করা। সেখানে ছয় কোটি আছে। আত্মসাতের অভিযোগ দেশের জনগণ বিশ্বাস করে না। বরং বিশ্বাস করে তাকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।’

এবারের আলোচক জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মানুষের মনে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা থাকতে পারে বলে মনে করেন তিনি।

ফিরোজ রিশীদ বলেন, ‘যেহেতু উনি (খালেদা জিয়া) সরকারি কাস্টডিতে আছেন, সরকারের দায়িত্ব নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা। খোঁজ-খবর রাখা। আমার মনে হয়, এটা সরকার নিচ্ছে্। হাই প্রোফাইল নেতারা যখন কারাগারে থাকেন, তাদের প্রতি এ ধরনের দৃষ্টি রাখা হয়। সব সময় এটা করা হয়। পাকিস্তান থেকে এখন পর‌্যন্ত এটা করা হয়। আমার ব্যক্তিগত ধারণা সরকার এখানে ত্রুটি করবে না।’

জাতিয় পার্টির নেতা বলেন, ‘তার (খালেদা) যে লোকজন তার সঙ্গে দেখা করতে যান, এটা তাদের জন্য বেদনাদায়ক। কিন্তু বাস্তব সত্য হলো উনি কারাগারে আছেন। আমি প্রথম দিন থেকেই বলছি, এ কারাবাসটা দীর্ঘস্থায়ী হতে পারে। যারা যতই উৎকণ্ঠা দেখাক না কেন। সরকার গুরুত্ব দিয়ে ওনার (খালেদা জিয়া) দিকে লক্ষ রাখবে। মেডিকেল সাপোর্ট সরকার দেবে।’

কাজী ফিরোজ রশীদ তারেক জিয়ার ব্যাপারে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান। জন্মসূত্রে এ দেশের নাগরিক তিনি। কে না জানে তিনি প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তার এখানে জন্ম, লেখাপড়া করেছেন এখানে। একটি বিশেষ প্রেক্ষাপটে তাকে ওখানে (যুক্তরাজ্যে) যেতে হয়েছে। রাজনৈতিক আশ্রয়ে আছে লন্ডনে। সেদেশ তাকে সবকিছু বিচার করে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। রাজনৈতিক আশ্রয় যখন দেয় তখন এসব দেশ চট করে তাকে আবার ফেরত দেয় না।

এ সময় কাজী ফিরোজ রশীদ ইরানের ধর্মীয় শীর্ষ নেতা আয়াতুল্লা খামেনির উদাহরণ তুলে ধরেন। ‘আমরা দেখেছি আয়াতুল্লাহ খামেনি দীর্ঘদিন ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তাকে কিন্তু তারা ফিরিয়ে দেয়নি। ইরানের শাহেনশা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আয়াতুল্লাহ খামেনি দেশে ফেরেন।’

সম্প্রতি লন্ডন সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারেক রহমানকে অবশ্যই দেশে ফিরিয়ে আনা হবে। সরকারের মন্ত্রীরাও পরে একই কথা পুনরুল্লেখ করেন।

তবে সরকারের শরিক জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদ মনে করেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি যুক্তরাজ্যের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘আমরা চাইলেই তারেককে দেবে কি দেবে না আমি জানি না। কোনো ব্যক্তি ‍যদি কোনো কারণ দেখিয়ে একটি দেশে রাজনৈতিক আশ্রয় চান, তার সেই কারণগুলো যদি সঠিক মনে করে দেশটি এবং ওই দেশের সরকারের শর্ত পূরণ করা হয় তাহলে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়। উনি (তারেক) পাসপোর্ট জমা দিয়ে রাজনৈতিক আশ্রয় নেন। আমরা হাজারো দস্তখত দিলেও কিন্তু ওই দেশ শুনবে না। তাদের আইন ও নীতিমালা মতো চলবে তারা। এখন দেখার বিষয় কী শর্তে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। -ঢাকা টাইমস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া