adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে নির্বাচনকে ঘিরে ১৯৫ কোটি রুপি জব্দ


আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯৫ কোটি রুপি জব্দ করেছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল।নির্বাচন কমিশন জানায়, গত ৫ মার্চ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর সোমবার পর্যন্ত পরিচালিত অভিযানে এ বিপুল পরিমাণ রুপি জব্দ করা হয়। সবচেয়ে বেশি ১১৮ কোটি রুপি জব্দ করা হয় অন্ধ্রপ্রদেশ থেকে। এছাড়া তামিলনাড়ু থেকে ১৮ কোটি ৩১ লাখ, মহারাষ্ট্র থেকে ১৪ কোটি ৪০ লাখ, উত্তর প্রদেশ থেকে ১০ কোটি ৪৬ লাখ ও পাঞ্জাব থেকে ৪ কোটির বেশি রুপি জব্দ করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় ৭০ কিলোগ্রাম হেরোইন ও ২৬ লাখ ৫৬ হাজার লিটার মদ।এসব ঘটনায় এগারো হাজার চারশ ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে নির্বাচন কমিশন ছাড়াও সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও (এফআইইউ) নির্বাচনকালীন অবৈধ অর্থের ব্যবহারের বিষয়টি তদারকি করছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া