adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসনে বিধ্বস্ত ইংল্যান্ড

image_65916ঢাকা: মিশেল জনসনের বোলিং তোপে অ্যাডিলেডে মাত্র ১৭২ রানে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড । শনিবার অ্যাডিলেডে গতি ও শর্ট বলের পসরা সাজিয়ে ৪০ রানে ৭ উইকেট তুলে নিয়ে জনসন বলতে গেলেই একাই ইংলিশদের বিপর্যস্ত করেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৩২ রান করা অস্ট্রেলিয়া ইংলিশদের থেকে এখন ৫৩০ রানে এগিয়ে।

অধিনায়ক মাইকেল ক্লার্ক ও উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন এর শতকে অ্যাডিলেডের চিরাচরিত ব্যাটিং সহযোগী উইকেটে ১ম ইনিংসে ৫৭০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক কুকের উইকেটটি হারিয়ে ৩৫ রান করে দ্বিতীয় দিন শেষ করে। তৃতীয় দিনে  মাইকেল কারবেরি, জো রুট ও কেভিন পিটারসেন এর উইকেটটি হারিয়ে ১১৭ রান করে লাঞ্চ বিরতিতে গেলেও ইংলিশ ব্যাটসম্যানদের সামনে তখনও বিভীষিকা রুপে আবির্ভুত হননি জনসন। বিরতির পর জনসনের দ্বিতীয় ওভারে ইংল্যান্ডের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ইনিংসের ৫১ তম ওভারে মাত্র পাঁচ বলেই গড়ে ১৪৫ কিলোমিটার বেগে বল করে তুলে নেন অভিষিক্ত বেন স্টোকস, উইকেট রক্ষক ম্যাট প্রায়র ও স্টুয়ার্ট ব্রড এর উইকেট। জনসনের এক ওভারে ৪ উইকেটে ১১৭ থেকে ৭ উইকেটে ১১৭ তে পরিণত হয় ইংল্যান্ড।

ইনিংসের ৫৪ তম ওভারে আবারো হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেন জনসন। ইংল্যান্ডের ১৩৫ রানে দুই বলে তুলে নেন গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসনকে। আগের ম্যাচে বিতর্ক জড়ানো অ্যান্ডারসনের স্টাম্প উপড়ে ফেলে জনসন চোখ রাঙ্গিয়ে উল্লাস করলেও এবার আর পাল্টা জবাব দিতে পারেননি অ্যান্ডারসন। ৯ উইকেটে ১৩৫ রান হারানো ইংল্যান্ডের এক প্রান্ত আগলে ঠিকই রান তুলে যাচ্ছিলেন ইয়ান বেল। মন্টি পানেসার উইকেটে ৩৫ টি বল ঠেকিয়ে ২ রান করে যেন নিজেদের শীর্ষ সারির ব্যাটসম্যানদের শিখিয়ে গেলেন কিভাবে জনসনের সামনে নতজানু হয়ে খেলতে হয়। দলীয় ১৭২ রানে পানেসারকে জনসন বোল্ড করেন । কিন্তু অপর প্রান্তে ৭০ রানে অপরাজিত থাকেন ইয়ান বেল। বেল ও কারবেরির অর্ধশতক রান ছাড়া দলের বাকি আটজনের মধ্যে সর্বোচ্চ স্কোর মাত্র ১৫  (জো রুট)।

৩৯৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে চার রান উঠতেই দুই উইকেট হারিয়ে ফেলে। অ্যান্ডারসনই দুইটি উইকেট তুলে নেন। তবে অ্যান্ডারসন জনসনের মতো কার্যকরী হয়ে উঠতে পারেননি । তৃতীয় দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৩২ রান করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৮২ রানে অপরাজিত আছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া