adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিয়মের রেকর্ড ভেঙে ৭৩ উপজেলায় ভোটগ্রহণ

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমডেস্ক রিপোর্ট : উদ্বেগ-উৎকণ্ঠা আর উত্তেজনার মধ্যেই কমিশন ঘোষিত ৫ ধাপের তফসিলের শেষ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।  সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ৭৩ উপজেলার ভোট।উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমদিকে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হলেও শেষদিকে ক্রমেই  বেড়ে চলছিল কেন্দ্র দখল ও সহিংসতা। সোমবারও অনেক উপজেলায় সরকারদলীয় আওয়ামী লীগের সমর্থক প্রার্থীর কর্মীদের জাল ভোটের পাশাপাশি চলেছে কেন্দ্র দখলের মহোৎসব লক্ষ্য করা গেছে।এ কারণে বিরাজ বেশ কিছু উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা তাদের ভোটের লড়াই থেকে শেষ মুহূর্তে প্রত্যাহার করে নিয়েছেন।যদিও স্ট্রাইকিং ফোর্স হিসেবে গত শনিবার সকাল থেকে মাঠে ছিল সেনাবাহিনী। পাশাপাশি তাদের সঙ্গে রয়েছে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য।প্রতি  কেন্দ্রে একজন পুলিশ (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার একজন (অস্ত্রসহ), অঙ্গীভূত আনসার ১০ জন (মহিলা ৪, পুরুষ ৬ জন), আনসার ১ জন (লাঠিসহ) ও গ্রাম পুলিশ ১ জন আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ২৯৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭৩ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো তথ্য মোতাবেক, কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ তুলে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মনসুরুল কাদের, মুন্সীগঞ্জের  লৌহজং উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান খান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানসহ ৪ প্রার্থী, অর্ধেকেরও বেশি  কেন্দ্রে কারচুপিসহ নানা অভিযোগ তুলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপি সমর্থিত  চেয়ারম্যান পদপ্রার্থী ফায়জুল ইসলাম লানজু , কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ তুলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিএনপি, আওয়ামী লীগ বিদ্রোহী এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত ৩  চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জন করেছেন।পঞ্চম ধাপে ৭৪টি উপজেলার তফসিল ঘোষণা করলেও সোমবার ভোট হয় ৭৩টি উপজেলায়। টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনের কারণে বাসাইল উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে।তাছাড়া শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাচন আদালতের রায়ের কারণে স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে তৃতীয় ধাপে স্থগিত গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে এদিন।নির্বাচনের আগে শনিবার মধ্যরাতে  শেষ হয় মিছিল-মিটিংসহ সব ধরনের প্রচার। একই সঙ্গে সব ধরনের যান চলাচলও বন্ধ রয়েছে। ভোট গ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি  ঘোষণা করে কমিশন।এর আগে চার ধাপে এ পর্যন্ত ৩৮৫ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হলেও ৩৮২টির ফল ঘোষিত হয়েছে। এতে  চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ১৭৮, বিএনপি সমর্থিত ১৪৯, জামায়াত সমর্থিত ৩২ ও অন্যান্য ২৩ জন বিজয়ী হয়েছেন।প্রথম ধাপে ৬৫  কেন্দ্র, দ্বিতীয় ধাপে ১০০, তৃতীয় ধাপে ২০০ এবং চতুর্থ ধাপে চার শতাধিক  কেন্দ্র দখল ও অনিয়মের ঘটনা ঘটে। এ পর্যন্ত নির্বাচনী সহিংসতায় ১২ জন মারা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া