adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আচরণবিধি ভঙ্গ’ করায় এক ম্যাচ নিষিদ্ধ হলেন রাবাদা

rabadaস্পোর্টস ডেস্ক : চলছে লর্ডস টেস্ট। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে আলো ছড়িয়েছেন কাগিসো রাবাদা। যদিও দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না এই পেসারের। ‘আচরণবিধি ভঙ্গ’ করায় ট্রেন্ট ব্রিজের দ্বিতীয় টেস্টে নিষিদ্ধ হয়েছেন তিনি।

লর্ডস টেস্টের প্রথম দিনে বেন স্টোকসকে আউট করার পর ‘অকথ্য ভাষায়’ গালি দিয়েছিলেন রাবাদা। যার শাস্তি হিসেবে ম্যাচ ফি’র ১৫ শতাংশ কাটা যাওয়ার সঙ্গে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। আগেই নামের পাশে থাকা তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে এবারেরটি যোগ হওয়ায় (মোট চার ডিমেরিট পয়েন্ট) এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হয়ে যান রাবাদা। তাই ইংলিশদের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ব্যাট হাতে স্টোকস বেশ ভোগাচ্ছিলেন প্রোটিয়াদের। ৫৬ রান করা ইংলিশ এই অলরাউন্ডারকে আউট করার পর তাই উৎসবের বদলে নিজের রাগ ঝারেন রাবাদা ‘অকথ্য ভাষায়’ গালি দিয়ে। স্টাম্পের মাইক্রোফোনে যেটা স্পষ্ট শোনা গেছে। তাই আচরণবিধি লঙ্ঘন করার শাস্তি দিয়েছে তাকে আইসিসি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘মাঠের কোনও খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে আক্রমণ কিংবা খারাপ ভাষায় কথা বলাটা আইসিসিরি কোড অব কন্ডাক্টের বিরোধী, কাগিসো রাবাদার বিরুদ্ধে যেটা প্রমাণিত হয়েছে।’
চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে খুব একটা ভালো জায়গায় নেই দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৪৫৮ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে প্রোটিয়ারা করেছে ৫ উইকেটে ২১৪ রান। ক্রিকইনফো, বাংলাট্রিবিউন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া