adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে পাহাড়-সম লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ছয় নম্বরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন ড্যারেল মিচেল। ৯৮ রানে থাকা মিচেলের সেঞ্চুরি পেতে ইনিংসের শেষ বলে লাগত ২ রান। মোস্তাফিজুর রহমানের বল ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে দ্বিতীয় রান নেয়ার সময় সৌম্য সরকারের থ্রো তালুবন্দী করতে পারেননি মুশফিক। তাতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়েছেন মিচেল।

এমন অনেক ভুল দেখা গেছে ইনিংসজুড়ে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সকালে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় কিউইরা।

ব্যাট করতে নেমে শুরুতে টাইগার পেসারদের তোপে পড়লেও সময়ের সঙ্গে মানিয়ে নিয়েছে কিউই ব্যাটসম্যানরা। ওপেনার হ্যানরি নিকলসকে ১৮ (২১) রানে ফেরান তাসকিন আহমেদ।

সিরিজে প্রথম খেলতে নামা রুবেল হোসেন আঘাত হানেন ইনিংসের নবম ওভারে। মিড অনে খেলতে গিয়ে মার্টিন গাপটিল ২৬(২৮) রানে ক্যাচ দেন লিটন দাসের হাতে।

গত দুই ম্যাচে না খেলা রস টেইলর এই ম্যাচে মাত্র ৭ রান করে বিদায় হয়েছেন রুবেলের বলে ক্যাচ দিয়ে। অধিনায়ক টম লাথামকে ১৮ রানে সাজঘরে ফেরান সৌম্য সরকার।

ম্যাচ যখন বাংলাদেশের পক্ষে, তখনই ঢাল হয়ে দাঁড়ান ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেল। দুইজনের ১৫৯ রানের জুটি, এর মাঝে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। দুইজনের জুটি ভাঙে মোস্তাফিজের বলে কনওয়ের ১২৬(১১০) রানে বিদায়ে।

তবে মিচেল খেলেছেন হাত খুলে। যেন যেমন খুশি তেমন খেলো। ৯৮ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে হতাশায় ভাসিয়ে দলের সংগ্রহ তুলেছেন ৬ উইকেটে ৩১৮ রান।

বাংলাদেশের রুবেল হোসেন ৩টি ও ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, তাসকিন এবং সৌম্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া