adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার বন্যার্তদের পাশে বাংলাদেশ- সাড়ে চার কোটি টাকা অনুদান

SRILANKAনিজস্ব প্রতিবেদক :  শ্রীলঙ্কার বন্যার্ত মানুষের সহায়তায় পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় চার কোটি) টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ। ২০ জুন মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার হাতে একটি চেক হস্তান্তর করেন কলম্বোতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের এই অর্থসহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা গত সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া পাহাড়ধসে নিহত ও সম্পদের ক্ষতিতে দুঃখ প্রকাশ করেছেন।

তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কয়েক দশকের বেশি অভিজ্ঞতা ও দক্ষতার কথা উল্লেখ করে শ্রীলঙ্কায় এ চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুদান দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বাংলাদেশে ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন।

এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আগামী জুলাইয়ে বাংলাদেশ সফর নিয়ে তার ভাবনার বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।

উল্লেখ্য, গত মে মাসে আকস্মিক বন্যায় শ্রীলঙ্কায় তিন শতাধিক মানুষ প্রাণ হারায়। এ ছাড়া ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে দেশটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া