adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেকার হয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ২০০’র বেশি ক্রিকেটার

BIRMINGHAM, ENGLAND - JUNE 02: The Australia team wait to restart play after a rain delay during the ICC Champions Trophy match between Australia and New Zealand at Edgbaston on June 2, 2017 in Birmingham, England.  (Photo by Michael Steele/Getty Images) স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার’ (সিএ) সাথে বেতন ভাতা সংক্রান্ত দ্বন্দ্বে জড়িয়ে চুক্তিতে সই করেননি  কোনো ক্রিকেটার। ১ জুলাই থেকে তাই খুব সম্ভব বেকার হয়ে যাচ্ছেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেওয়া নতুন চুক্তি প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছিলেন দেশটির সব ক্রিকেটার। কেন্দ্রিয় চুক্তিতে সই করার শেষ দিন ৩০ জুন। প্রথম প্রস্তাবে রাজি না হওয়ায় অস্ট্রেলিয়ান সংস্থা নতুন করে একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন সেটাও ফিরিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গ্রেগ ডায়ার তো সাইমন ক্যাটিচ, শেন ওয়াটসনদের সাথে নিয়ে মিডিয়ার সামনে খোলাখুলি কথাটা বলে দিয়েছেন। তার ভাষ্য, এই সমস্যা সহসা সমাধান হওয়া 'একেবারেই' অসম্ভব।

২৭ জুন মঙ্গলবার ডায়ার বলেছেন, এখন দুই পক্ষ দুই দিকে। অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। সমস্যা সমাধানের ধারেকাছেও নেই। 'কিভাবে কি করা যায় তা দেখছি আমরা কিন্তু তারা আসলে বেকার হয়ে যাচ্ছে-' বলেছেন ডায়ার। শীর্ষ খেলোয়াড়দের বোর্ড আয়ের বড় ভাগ দিলেও নিচের সারির অন্য ক্রিকেটাররা তা পাবেন না। নতুন এই নিয়মে চুক্তি করতে চাইছে সিএ। সেটিতে রাজি নন কোনো ক্রিকেটার।
এখন প্রশ্ন উঠে গেছে অস্ট্রেলিয়া দলের আগস্টের বাংলাদেশ সফর, তার আগে তাদের ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর, পরে সীমিত ওভারের সিরিজের জন্য ভারত সফর নিয়েও। অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ওপেনার এড কোয়ান বলেছেন, তারা খেলোয়াড়রা একজোট। দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে নড়বেন না। ২৭ আগস্ট বাংলাদেশে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শুরুর সম্ভাবনা দেখছেন না কোয়ান, 'সম্ভবত পরের ধাক্কাটা যাবে বাংলাদেশ সফরের ওপর দিয়ে। খেলোয়াড়রা কি আগস্টের শেষে ওটিতে যাবে? আমার মনে হচ্ছে সিকিউরিটি ইস্যুর পর এবার চুক্তি ইস্যুতে ওটা হবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া