adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব ফাঁকা রাজধানীর নিরাপত্তা দেবে

RABনিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র‌্যাব। সংস্থার মহাপরিচালক বেনজির আহমেদ এ কথা বলেন। তিনি বলেন, ঈদে রাজধানীর ১৫ থেকে ২০ লাখ বাড়ি খালি থাকবে। বেশিরভাগ বিপনী বিতানগুলো বন্ধ থাকবে। র‌্যাবের পক্ষ থেকে এই ফাঁকা রাজধানীর কঠোর নিরাপত্তা দেয়া হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। 

র‌্যাব মহাপরিচালক আরো বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির কারণে রেল স্টেশনগুলোতে গত ৫-৬ বছর ধরে পকেটমার, অজ্ঞনপার্টির দৌরাত্ম নেই।

তিনি জানান, ঈদকে সামনে রেখে এরইমধ্যে নগরীর বিপনীবিতাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-রেল স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র‌্যাবের ক্যাম্প বসানো হয়েছে। নগরীজুড়ে পেট্রোল টিম, মোটরসাইকেল পেট্রোল, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পেট্রোল বাড়ানো হয়েছে। তারা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

জঙ্গি তৎপরতা নিয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, প্রায় প্রতিদিনই কোনও না কোনও বাহিনীর হাতে জঙ্গিরা ধরা পড়ছে। ক্রমাগত অভিযানে জঙ্গি গোষ্ঠীর অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে। তাদেরকে নিশ্চিহ্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাই মিলে কাজ করতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া