adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার দুই ক্ষেপণাস্ত্র এক ঘণ্টায় বিধ্বস্ত

koria_আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বৃহস্পতিবার দৃশ্যত দুটি মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তবে দুটিই ব্যর্থ হয়েছে।

আগামী সপ্তাহে স্বৈরতান্ত্রিক দেশটিতে অনুষ্ঠিতব্য ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেসের আগে এই ব্যর্থ পরীক্ষা দেশটির নেতা কিম জং উনের জন্য একটি ধাক্কা।

৬ মে শুরু হতে যাওয়া ওয়ার্কার্স পার্টির কংগ্রেসের আগে বিচ্ছিন্ন দেশটি একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এবং এর প্রতিক্রিয়ায় জাতিসংঘ দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সিউলের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেন, চলতি মাসের শুরুতে একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তাড়াহুড়ো করেই বৃহস্পতিবারের পরীক্ষা চালানো হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রথমে ৩০০০ কিমি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তা কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এর পৌনে এক ঘণ্টা সময় পর। কিন্তু সেটিও ব্যর্থ হয়।

উত্তর কোরিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেশটির বিরুদ্ধে করণীয় নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সূত্র: রয়টার্স
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া