adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কখনো ভাবিনি ১০০ ইউরোপিয়ান গোল করতে পারব’

100স্পাের্টস ডেস্ক : ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গত বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জোড়া গোল করে অনন্য এই কীর্তি গড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। শুধু এই কীর্তি গড়াই নয়, তার জোড়া গোল রিয়ালকেও এনে দিয়েছে দারুণ এক জয়। স্বাভাবিকভাবেই রোনালদোর উচ্ছ্বাসটা ছিল বাধঁভাঙা। সেই উচ্ছ্বাসের জোয়ারে ভেসে রোনালদো জানালেন অন্য একটা তথ্যও। বললেন তিনি কখনোই ভাবেননি, ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ১০০ গোল করতে পারবেন!
তার কাঁধে চড়েই বায়ার্নে মাঠে গিয়ে প্রথমে পিছিয়ে পড়েও রিয়াল মাঠ ছেড়েছে ২-১ গোলের জয় নিয়ে। যে জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল সেমিফাইনালে এক পা দিয়েই ফেলেছে! দলকে স্বস্তির জয় এনে দেওয়ার পাশাপাশি অনন্য ওই কীর্তি গড়া, রোনালদো তাই বুধবার (১২ এপ্রিল) দিনটিকে আখ্যায়িত করলেন স্পেশাল দিন হিসেবে, ‘ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ১০০ গোল করতে পারা অবশ্যই অনেক বড় সম্মানের ব্যাপার। দলের জয়টাও সত্যিই খুব গুরুত্বপূর্ণ। কাজেই এটা ছিল আমার জন্য বিশেষ একটা দিন। আমি খুব খুশি।’
রোনালদোর উচ্ছ্বাসের মাত্রাটা বেশি অন্য একটা কারণে। এই ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৬৫৯ মিনিট কোনো গোল করতে পারেননি তিনি। রোনালদোর মতো একজন গোল-মেশিনের জন্য দীর্ঘ এই গোল-খরাটা সত্যিই খুব হতাশার ছিল। উঠে গিয়েছিল প্রশ্নও। কিন্তু বাইরের সেই সমালোচনা বন্ধ করতে রোনালদো জ্বলে উঠেন রিয়ালের সবচেয়ে কঠিন পরীক্ষার ম্যাচেই। তবে দারুণ ওই কীর্তির জন্য ৩২ বছর বয়সী সুপার স্টার কৃতিত্ব দিয়েছেন ক্লাব রিয়াল এবং সতীর্থদেরও, ‘এই ক্লাবের হয়ে অসাধারণ ক্যারিয়ার গড়ার সুযোগ দেওয়ার জন্য আমি রিয়াল মাদ্রিদ এবং আমার সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ।’
এরপরই বলেছেন সেই আসল কথাটা, ‘চ্যাম্পিয়ন্স লিগে যখন গোল করা শুরু করি, কখনো ভাবিনি আমি এই রেকর্ড ভাঙতে পারব। এটা আমার জন্য খুবই সম্মানের। কারণ ১০০ গোল করা খুবই কঠিন ব্যাপার ছিল। আমি সত্যিই আনন্দিত।’ দলের অতি প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠে জোড়া গোল করেছেন। রোনালদো জোড়া গোল করতে চান ১৮ এপ্রিল রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগেও, ‘দুই গোল করতে পেরে আমি সত্যিই খুব খুশি। কারণ আমি রিয়াল মাদ্রিদের জয়ে সাহায্য করতে পেরেছি। আশা করি (সান্তিয়াগো) বার্নাব্যুতেও জোড়া গোল করতে পারব।’
রোনালদো তা পারলে, রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে উঠতে ঠেকাবে কে!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া