adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাষ্ট্রপতিকে সংলাপের তাগিদ জাতিসংঘ মহাসচিবের

নিউইয়র্ক প্রতিনিধি : রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় জাতিসংঘ মহাসচিব বিভিন্ন আলোচার মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিয়ে সংলাপের তাগিদ দেন। এর জবাবে রাষ্ট্রপতি বলেছেন, সংলাপের ব্যাপারে সরকারের কোনো কার্পণ্যতা নেই, তবে তা হবে বর্তমান সরকারের মেয়াদ শেষে।
জাতিসংঘ সদর দফতরে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বর্জনটা গ্রণযোগ্য নয়। কারণ নির্বাচনই হচ্ছে সরকার পরিবর্তনের একমাত্র উপায়। এ সময় রাষ্ট্রপতি মহাসচিবকে বলেন, মেয়াদ শেষ হলেই বাংলাদেশের সব গণতান্ত্রিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে সরকার যেকোনে ব্যক্তি বা দলের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা সদস্যদের অবদানের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। বান কি-মুন বলেন, গোলযোগপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ যে অবদান রেখে চলেছে, সেজন্য আমরা বাংলাদেশের কাছে গভীরভাবে ঋণী।
রাষ্ট্রপতি শান্তিরক্ষা মিশনে ঊর্ধ্বতন পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর অনুরোধ জানান। বৈঠকের আগে রাষ্ট্রপতি জাতিসংঘ সদর দফতর ঘুরে দেখেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া