adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু

image_64237_0ঢাকা: দীর্ঘ ৫১ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দাফতরিক কাজ শুরু করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত)রুহুল কবির রিজভীর আটকের পর থেকে সম্পূর্ণ বন্ধ ছিল দলীয় কার্যরক্রম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির তিন সহ-দফতর সম্পাদক বিনা বাধায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যাললয় প্রবেশ করেন। কার্যাএলয়ে প্রবেশ করেই তারা কর্মকর্তাদের কাছে দফতরের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন।

গত নভেম্বর মাসের ২৯ তারিখ মধ্যরাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যাজলয়ের ভেতর থেকে রিজভীকে আটক করে পুলিশ। এরপর থেকে গ্রেফতার আতঙ্কে কার্যারলয়ে নেতাকর্মীদের আনাগোনা বন্ধ হয়ে যায়।

অন্যদিকে বেশিরভাব সময় কার্যাালয়ের মূল ফটক ছিল তালাবদ্ধ। পুলিশ কার্যােলয়ের সামনে ও আশপাশে অবস্থান শুরু করে। ছিল সাদা পোশাকের পুলিশ।

পুলিশি অভিযানে দফতরের আসবাবপত্র তছনছ হওয়ায় এখান থেকে দাফতরিক কাজকর্মও বন্ধ হয়ে যায়। পরবর্তিতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যােলয় আবার কখনো অজ্ঞাত স্থান থেকে দাফতরিক কাজকর্ম করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন ও শামীমুর রহমান শামীম কার্যাকলয়ে আসেন। এ সময় কার্যারলয়ের সামনে ও পাশে পোষাকধারী পুলিশ থাকলেও ছিলেন না সাদা পোশাকের কেউ। পরে তারা কার্যামলয়ে প্রবেশ করেন।

এই তিন নেতার প্রবেশের পর কথা হয় আবদুল লতিফ জনির সঙ্গে। তিনি নতুন বার্তা ডটকমকে বলেন, “এখন থেকে আগের মতো নিয়মিত কেন্দ্রীয় কার্যাদলয় থেকে দাফতরিক কার্যাক্রম পরিচালনা করা হবে।”

এরআগে গত মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে কেন্দ্রীয় কার্যাললয়ের নীচ তলায় বিএনপি আলোচনা ও দোয়া মাহফিল করলেও নেতারা কারর্যনলয়ে প্রবেশ করেননি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া