adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যা : সাবেক স্বামী গ্রেফতার

SAMIডেস্ক রিপাের্ট : রাজধানীতে ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেসা আরিফা হত্যা মামলার একমাত্র আসামি সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফা যমুনা ব্যাংকে কর্মরত ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ মার্চ সেন্ট্রাল রোডে নিজ বাসার সামনে আরিফার সাবেক স্বামী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। আরিফা তার সাবেক স্বামীর বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করে আসছিলেন। তার সঙ্গে ফখরুল ইসলামের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। আরিফার পরিবারের পক্ষ থেকে ফখরুলের বিরুদ্ধে ছয় মাস আগে কলাবাগান থানায় জিডি করা হয়েছিল।

আরিফার বাড়ি জামালপুরে। ফখরুলদের বাড়িও একই শহরে। রাজধানীর বেসরকারি একটি প্রতিষ্ঠানে সেলস ডিপার্টমেন্টের কর্মী ফখরুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ব্যবস্থাপনা পড়েন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া