adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মারিয়া মান্ডা চান, মেয়েদের লিগ নিয়মিত হোক

স্পোর্টস ডেস্ক : ছয় বছর বিরতি দিয়ে মাঠে গড়ানোর পর নারী ফুটবল লিগ স্থগিত হয়ে আছে করোনাভাইরাসের থাবায়। ঘরোয়া ফুটবলের অন্যান্য প্রতিযোগিতাগুলো বাতিল করে দিলেও ২০১৯-২০ মৌসুমের মেয়েদের লিগ এখনও বাতিল করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের মিডফিল্ডার মারিয়া মান্ডার চাওয়া লিগ হোক নিয়মিত।

দেশের ফুটবলে নিকট অতীতে যা কিছু সাফল্য, তা নারী ফুটবল ঘিরেই। গত চারটি সাফ চ্যাম্পিয়নশিপে ছেলেরা যেখানে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, সেখানে মেয়েরা ২০১৬ সালের রানার্সআপ। তিনবার খেলেছে সেমি-ফাইনালে। বয়সভিত্তিক পর্যায়েও মারিয়া-মৌসুমীদের সাফল্য আছে বেশ।

সারা বছর ক্যাম্পে থাকা মেয়েরা এ বছর আরও ব্যস্ত সময় পার করছিল লিগ শুরু হওয়ায়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঝপথে থমকে গেছে তারা। অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক মারিয়া বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় জানিয়েছেন, ফিটনেস ধরে রাখার জন্য কাজ চালিয়ে যাওয়ার কথা।

করোনাভাইরাসের এই সময়ে ঘরেই আছি। মাকে সাহায্য করছি। অনুশীলনও করছি এবং গান শুনছি। ছোটন স্যার (কোচ গোলাম রব্বানী ছোটন) আমাদের অনুশীলনের সিডিউল দিয়েছেন, আমরা সেটা অনুসরণ করছি।
পরিস্থিতির উন্নতি হলে মেয়েদের লিগ পুনরায় শুরু করার কথা ভেবে রেখেছে বাফুফে। নারী ফুটবলারদের আর্থিক স্বচ্ছলতার প্রয়োজনে নারী লিগ নিয়মিত আয়োজন চান বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার।

যদি আমাদের লিগটা চলে, তাহলে আমরা লাভবান হব। এটা আমাদের পরিবারেরও উপকারে আসবে। লিগে খেলতে পারলে আমরা পরিবারকে কিছুটা হলেও আর্থিকভাবে সাহায্য করতে পারব। লিগ স্থগিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন স্পোর্টিং ক্লাব।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া