adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে উড়াল দিলো মাশরাফিরা

2016_ICC_World_Twenty20_logoজহির ভূইয়া ঃ শেষ হল এশিয়া কাপের মিশন। মাশরাফিরা এশিয়া কাপের দ্বিতীয় দল। আর ভারত প্রথম দল। এবার সকলের দৃস্টি ভারতের দিকে। কারন ৮ মার্চ ভারতের মাটিতে বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। ৯ মার্চ টি২০ বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচ খেলতে হবে মাশরাফিদের। প্রতিপক্ষ নেদারল্যান্ড। হাতে আছে মাত্র ১টি দিন। আজ সকাল ১০টায় তাই সরাসরি বিশেষ বিমানে ভারত উড়াল দিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দিল্লি পা রেখে এরপর বিমান বদলে সরাসরি ধর্মশালায়। তবে মাশরাফিদের টি২০ বাছাই পর্বের ম্যাচের সময়ের অভাবে কোন অনুশীলন ম্যাচ নেই।

এশিয়া কাপের কারনে এমনিতেই বিশ্রাম ভূলে গেছে মাশরাফি বাহিনী। এশিয়া কাপ শেষ করে রাত ৩টার পর হোটেলে ফিরে কতটা সময় আর বিছানায় থাকা সম্ভব! এর মধ্যেই ভারত যেতে বিমানে উঠার প্রস্তুতি। তাই বিশ্রাম নেয়া হল না মাশরাফিদের। ধর্মশালায় ৯, ১১ আর ১৩ মার্চ বাছাই পর্বের টানা তিন ম্যাচ শেষ না করা অবদি আপাতত বিশ্রাম নেই জাতীয় ক্রিকেট দলের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া