adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আয়নাবাজি’র প্রচারনায় প্রযোজক নেই, আছে দর্শক

aina-bajiবিনোদন ডেস্ক : গুণী নির্মাতা অমিতাভ রেজার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এ নিয়ে দর্শক মহলের ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। এদিকে দেশের অন্যন্য প্রযোজনার চলচ্চিত্রের প্রচারণায় যেখানে গাঁটের মোটা টাকা খরচ করে দর্শক টানতে হচ্ছে। অন্যদিকে অমিতাভ তার সিনেমার ট্রেলার প্রকাশ করেই পেয়ে গেছেন বিশাল দর্শকের সমাগম। এবার তারাই নিজ উদ্যোগে হাত দিয়েছেন অভিনব প্রচারণায়।

জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের বিভিন্ন সিনেমা সংশ্লিষ্ট পেজে ‘আয়নাবাজি’ নিয়ে চলছে ব্যাপক সমারহে প্রচারণা। মোট কথা প্রয়োজকরা সক্রিয় না থাকলেও ভালো সিনেমার দর্শকরাই শুরু করে দিয়েছে প্রচারণা।

এমনই একটা পেজ ‘থিয়েটার থ্রেড‘। সম্প্রতি তারা ‘আয়নাবাজি‘ উইদ ‘থিয়েটার থ্রেড‘ শিরোনামে একটি ইভেন্ট খুলেছে।
এই ইভেন্ট উদ্দেশ্য প্রেক্ষাগৃহ বুকিং দিয়ে অমিতাভ রেজা, চঞ্চল চৌধুরীর ভক্তরা সকলে একসাথে ‘আয়নাবাজি‘র ফার্ষ্ট ডে ফার্ষ্ট শো দেখবে।

ইতোমধ্যে এই ইভেন্টের প্রায় ৩০০০ মানুষের সংযুক্তি হয়েছে। এর মধ্যে থেকে ২০০ জন নিয়ে তারা হল বুকিং এ যাবে,। গ্রুপটিতে জানানো হয় ২৫ তারিখের মধ্যে সকলকে এই বিষয়ে নিশ্চিত করা হবে। এদিকে প্রেক্ষাগৃহ শুধুমাত্র ‘শ্যামলি সিনেপ্লেক্স‘ কে তারা  নিশ্চিত করেছে।

প্রচারণা প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে অমিতাভ বলেন,  ‘কনটেন্টের উপর আমার বিশ্বাস আছে। আর ফেসবুকের বাইরের প্রচারণাটা আমি যতদূর জানি আমার প্রোডিউসার হলভিত্তিক প্রচারণা চালাবে, পোস্টার চলে গেছে অলরেডি। আর সত্যি বললে ছবিটা প্রচারের মতো এত ক্ষমতাও আমাদের নেই।

কারণ ছবিটা বানাতে যেই পরিমাণ বাজেট ফিক্স করা হয়েছিল সেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এর বাইরে প্লাস মাইনাস অল্প হতে পারে, তবে এর বেশি খরচ করা  আমার বা আমার প্রোডিউসার- কারো পক্ষেই সম্ভব না’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া