adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্রিকেটে আবাহনীর ১৯তম শিরােপা জয়

ক্রীড়া রপ্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরের শেষ রাউন্ডের খেলা ছিল আজ। বৃহস্পতিবার বিকেএসপিতে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রতাপ ছড়ানো জয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে আবাহনী লিমিটেড। এদিন দলটি জয় পেয়েছে ৯৪ রানে। টুর্নামেন্টের ইতিহাসে আবাহনীর এটি ১৯তম শিরোপা। এর আগে সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমে শিরোপা জিতেছিল তারা।

এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে আবাহনী লিমিটেড। দলের পক্ষে সেঞ্চুরি করেন নাসির হোসেন ও নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক নাসির হোসেন করেন ১২৯ রান। নাজমুল হোসেন শান্ত করেন ১১৩ রান।

ওপেনার এনামুল হক বিজয় করেন ৫৭ রান। আট বল খেলে চার ছক্কার সাহায্যে ২৮ রান করে অপরাজিত থাকেন মাশরাফি বিন মুর্তজা। লেজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে পারভেজ রাসুল ৩টি, মোহাম্মদ শহীদ ২টি ও আসিফ হাসান ১টি করে উইকেট নেন।

পরে লেজেন্ডস অব রূপগঞ্জ ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ২৮০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে মোহাম্মদ নাঈম ৭০, মুশফিকুর রহিম ৬৭ ও নাঈম ইসলাম ৭৬ রান করেন। আবাহনী লিমিটেডের পক্ষে মেহেদী হাসান মিরাজ ২টি, মাশরাফি বিন মুর্তজা ১টি, সানজামুল ইসলাম ২টি, সন্দ্বীপ রয় ২টি ও নাসির হোসেন ২টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাসির

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া