adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিমুখী সহযোগিতায় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন

image_75435_0ঢাকা: রাজনৈতিক সদিচ্ছা না থাকলে বিশ্বব্যাপী দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা জোরালোভাবে কার্যকর করা যাবে না।
রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত ‘কার্যকর দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতা’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা  বলেন। বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে দক্ষিণ-পশ্চিম এশিয়ার দক্ষিণের দেশগুলো এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা ‘সাউথ-সাউথ’ নীতিমালা হিসেবে বিবেচিত হয়। বিশ্বব্যাপী এ ধরনের সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা। মন্ত্রী তার বক্তব্যে চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। বিষয়গুলো হলো- পলিসি ফ্রেমওয়ার্ক,  পলিটিক্যাল উইল, ক্যাপাসিটি অব কো-অর্ডিনেটর ও পার্টনারশিপ। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস। কর্মশালায় আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জমান আহমদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, পরিকল্পনা কমিশনের সদস্য অ্যাড. শামসুল আলম, ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান, মো. আসাদুল ইসলাম, আসিফ উজ্জামান, যুগ্ম সচিব মো. আলকামা সিদ্দিকী, নূরজাহান বেগম, এফবিসিসিআইয়ের সহ সসভাপতি মনোয়ারা হাকিম আলী, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বায়রা সভাপতি শাহজালাল মজুমদার, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বেসরকারি প্রতিনিধি এবং ইআরডিসহ বিভন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপিস্থিত রয়েছেন। দিনব্যাপী এ কর্মশালায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার বর্তমান রূপরেখা দক্ষিণের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, জনশক্তি রপ্তানির সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতা পরিচালনার ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ডেনমার্কের রাষ্ট্রদূত হানি ফুগল ইসকজের, কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ন ইয়ং। প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা।

কর্মশালার সভাপত্বি করছেন ইআরডি সচিব মো. মেজবাহ উদ্দিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া