adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে জাবিতে মানববন্ধন

image_56007_0সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে আন্দোলনরত ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।’ রোববার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক কর্তকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

একই দাবিতে গত বুধবার থেকে টানা পঞ্চম দিনের দিনের মতো অবরুদ্ধ রয়েছেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ। তবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকগতকাল বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন বলে জানা যায়।

এর আগে গত ৭ নভেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য  মো.আব্দুল হামিদ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আইন ১১(১) ধারা অনুযায়ী অবিলম্বে সিনেট নির্বাচনের ব্যবস্থা এবং সিনেটের মাধ্যমে  ভিসি নিয়োগের প্যানেল তৈরির ব্যবস্থা নিতে নির্দেশ জারি করেন।

নির্দেশনা হাতে পাওয়ার পর আন্দোলনরত শিক্ষকরা বিনাশর্তে আন্দোলন প্রত্যাহার করলেও ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন ভিসি প্যানেল নির্বাচনের কোনো তারিখ ঘোষণা না করে জাকসু ও বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩-এর ১৯(১) (জ) ধারা অনুযায়ী সিনেটে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

অবিলম্বে ভিসি প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে বুধবার দুপুর একটা থেকে দুই প্রো-ভিসিসহ রেজিস্ট্রারকে তাদের নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত ‘শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতরা।

একই সঙ্গে ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক ধর্মঘট ও প্রশাসনিক ভবনসমূহে অবস্থান কর্মসূচিও পালন করছেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের চলমান ক্লাস-পরীক্ষা ধর্মঘট কর্মসূচির আওতামুক্ত রয়েছে।

অধ্যাপক মো. আনোয়ার হোসেনের অসুস্থতার কারণে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন প্রো-ভির্সি (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া