adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক আল-আমিনের ‘মা’কে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

DUনিজস্ব প্রতিবেদক : অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সাখাওয়াত আল-আমিনের ‘মা’কে মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ শনিবার এক বিবৃতিতে অবিলম্বে সাখাওয়াত আমিনের মায়ের মুক্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘এর আগেও একই বিরোধের জের ধরে সাখাওয়াত আমিনকে হত্যার উদ্দেশে তার ওপর হামলা করা হয়। এসময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। দীর্ঘদিন তিনি হাসপাতালে ছিলেন। এখনও তিনি স্বাভাবিক চলাফেরা করতে পারেন না। তখন বিষয়টি পারিবারিক ঝামেলা বিবেচনায় ও পরিবারের সদস্যদের অনুরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি। কিন্তু সর্বশেষ গতকালের ঘটনায় সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য মর্মাহত।’

‘এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে দাবি জানাচ্ছে, অবিলম্বে মায়ের মুক্তি ও তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করতে হবে। এর অন্যথা হলে সাংবাদিক সমিতি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’ 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া