adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে ১ হাজার জাল এটিএম কার্ড জব্দ

2016_03_02_15_12_35_5or0J94ofKv4jJRcVTsA6wlb8GlukK_originalডেস্ক রিপোর্ট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক হাজার জাল এটিএম কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার বেলা ১টার দিকে এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল হক জানান, কার্ডগুলো ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হংকংয়ের একটি ফ্ল্যাইটযোগে (টিজি-৩২১) ঢাকায় আনা হয়। তবে এগুলোর জন্য কোনো বৈধ কাগজপত্র ছিল না। 

তিনি আরো জানান, ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোট পাঁচটি কার্টন আসে। যার একটি কার্টন থেকে কার্ডগুলো জব্দ করা হয়। আর বাকি কার্টনগুলোতে বিভিন্ন ব্যবসায়ীক পণ্য ছিল। প্যাকেটের গায়ে হংকং থেকে এসেছে উল্লেখ করা হলেও বিমানের বিলে উল্লেখ করা হয়েছে থাইল্যান্ড থেকে এগুলো আনা হয়েছে। প্যাকেটগুলোতে পারটেক্স প্লাস্টিক, সঞ্জয় সালাদান, মহাখালী- ঠিকানা লেখা ছিল। কার্ডগুলো অসত উদ্দেশ্য দেশে আনা হয়েছে।  এ  ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া