adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল টিকিট বিক্রিতে প্রতারণা, ৮৬ হাজার রুপি খোয়ালেন এক নারী

স্পোর্টস ডেস্ক: আইপিএল ঘিরে সক্রিয় প্রতারক চক্র। ভুয়া ওয়েবসাইট বানিয়ে টিকিট বিক্রির নামে, ফাঁদে ফেলছে সমর্থকদের। বেঙ্গালুরুতে ৪৩ বছর বয়সী এক নারী খুঁইয়েছেন ৮৬ হাজার রুপি। অনলাইন টিকিট বিক্রির সাইট ‘বুক মাই শো’ এর মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম দিয়ে চলছে প্রতারণা। এ ব্যাপারে দর্শকদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে পুলিশ। বন্ধ করা হয়েছে দুটি ভুয়া সাইট। – টাইমস অব ইন্ডিয়া

আইপিএল সোনার ডিমপাড়া হাঁস। ক্রিকেটাররা রাতারাতি বনে যাচ্ছেন কোটিপতি। অনেকে অখ্যাত থেকে একদিনের ব্যবধানে হয়ে যাচ্ছেন বিখ্যাত। বিসিসিআইও মেতেছে টাকার খেলায়। লাভের হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়িয়ে গেছে বিশ্বকাপকেও। যে টুর্নামেন্ট ঘিরে চারপাশে টাকার নেশা, সেখান থেকে বাদ পড়ছে না প্রতারকরাও। দর্শকদের ক্রিকেট আবেগ কাজে লাগিয়ে কামিয়ে নিচ্ছে যে যার মত। – চ্যানেল২৪

যার সবশেষ শিকার বেঙ্গালুরুর ৪৩ বছর বয়সী এক নারী। ঘরের মাঠে কলকাতার বিপক্ষে আরসিবির ম্যাচ দেখতে চেয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট বিক্রির বিজ্ঞাপন দেখে লিঙ্কে ক্লিক করেন। ঐ নারীর অভিযোগ, তাকে বলা হয় ৮ হাজার টাকা পাঠালে ২০টি টিকিট সংরক্ষিত থাকবে। টাকা পাঠানোর পর শুরু হয় প্রতারণার ফাঁদ।
টিকিট নিশ্চিত করার কথা বলে আরও ১১ হাজার টাকা দাবি করে প্রতারকরা। এখানেই শেষ নয়, টাকা দেয়ার পর বলা হয় টিকিটের চাহিদা প্রবল, তাই দিতে হবে আরও ৮১৭০ হাজার টাকা। কয়েকদফায় ৮৬ হাজার টাকা দেয়ার পর ঐ নারী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার।

নিয়ম অনুযায়ী অনলাইন টিকিট কাটার পর কিউআরকোড পাঠানোর কথা। নারী সমর্থক কোড না পাওয়ার কথা তাদের জানালে উল্টো তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে প্রতারকরা। এ ঘটনায় পুলিশের দারস্থ হয়েছেন তিনি। বেঙ্গালুরু পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

শুধু বেঙ্গালুরুতে নয়, অন্য রাজ্যগুলোতেও আইপিএল প্রতারণা বাড়ছে। সাধারণ সমর্থকদের ভুয়া অনলাইন সাইটগুলো নিয়ে সতর্কও করছে পুলিশ। মূলত টিকিট বিক্রির বৈধ সাইট বুকমাইশো এর কাছাকাছি নাম দিয়েই ফাঁদে ফেলা হচ্ছে দর্শকদের। ইতোমধ্যে বুকমাইশো প্রিমিয়াম ডট নেট ও বুকমাইশো ডট ক্লাউড নামের দুটি ভুয়া সাইট বন্ধ করেছে পুলিশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া