adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ বিকেলটা বাংলাদেশের হলেও শ্রীলঙ্কা এগিয়ে ২১১ রানে

নিজস্ব প্রিতেবদক: লঙ্গার ভার্সনের ম্যাচে দম পায় না বাংলাদেশের ক্রিকেটাররা। যতোটা সময় ক্রিজে থাকে, তখন মনে হয় তাদের দম ফুরিয়ে যাচ্ছে। এই অস্থার মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দু’দুটি দিন পার করেছে বাংলাদেশের ওরা ১১ জন। গত শুক্রবার দিনের প্রথম সেশনে কিনা দাপট দেখিয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার ৫ উইকেট নিয়েছে ৫৭ রানের মধ্যে। যদিও ওই ক্রান্তিকাল কাটিয়ে উঠে ২৮০ রানের ইনিংস খেলে লঙ্কানরা। টেস্ট ক্রিকেটে এই স্কোর খুবই দুর্বল।

এই দুর্বল সংখ্যার বিরুদ্ধে যুতসই লড়তে পারলো না বাংলাদেশ। লঙ্কানদের ২৮০ রানের জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৮৮ রানে গুটিয়ে যায় টাইগাররা। শনিবার ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে শ্রীলঙ্কা। সিলেট টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১১৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে তারা। লঙ্কানদের লিড দাঁড়িয়েছে ২১১ রান। রোববার তৃতীয় দিন হাতে থাকা ৫ উইকেটে লিডটা নিশ্চিতভাবে আরো বাড়িয়ে নিতে চাইবে শ্রীলঙ্কা।

উইকেটে আছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কান অধিনায়ক ব্যাট করছেন ২৩ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন নাইটওয়াচম্যান বিশ্ব ফার্নান্ডো। তিনি ব্যাট করছেন ২ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও লঙ্কান ব্যাটারদের ঠিক উল্টো পথে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন বোলাররা।

অবশ্য ইনিংসের শুরুতে দিমুথ করুণারতেœর সহজ রান আউট মিস করেন শরিফুল ইসলাম। তখন শূন্য রানে থাকা লঙ্কান বাঁহাতি ওপেনার পরে আউট হয়েছেন ৫২ রান করে। এখন পর্যন্ত লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তাকে ফাইন লেগ ফিল্ডার নাহিদ রানার ক্যাচ বানিয়ে দিনের শেষ ব্যাটার হিসেবে ফেরান শরিফুলই।

দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে মাঠে নামা বাংলাদেশকে শুরুতে জোড়া সাফল্য এনে দিয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি আসলে নাহিদ। এই অভিষিক্ত ফাস্ট বোলার উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানিয়ে প্রথমে ফেরান নিশান মাধুশকাকে। ১০ রান করেন তিনি।

এরপর গা ঘেঁষা এক বাউন্সারে লিটনের ক্যাচ বানিয়ে কুশল মেন্ডিসকে ফিরিয়ে আবার বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান নাহিদ।
তৃতীয় উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও করুণারতেœর জুটি যখন দাঁড়িয়ে যাচ্ছিল, এবার লিটনকে নিয়ে দৃশ্যপটে তাইজুল ইসলাম। লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে ম্যাথুজ আউট হন ২২ রানে। ভাঙে করুণারতেœর সঙ্গে তার ২৮ রানের জুটি। এরপর দ্রুতই দিনেশ চান্দিমালকে ড্রেসিরুমের পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। রোববার তৃতীয় দিনে লঙ্কানদের ইনিংসের বহর বাড়াতে দেবে না টাইগার বোলাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া