adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ডের লক্ষ্য ১৩৪ রান

ডেস্ক রিপোর্ট : শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দৃঢ়তার পরিচয় রেখে ব্যাট করলেও প্রত্যাশিত পরিনতির দিকে যেতে পারছে না নেদারল্যান্ডস। ২০ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। ডাচ অধিনায়ক পিটার বোরেন মাত্র ৭ রান করে ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের করা ওভারটির  শেষ বলে তার তৃতীয় শিকারে পরিনত হন। এর আগে ইনিংসের ১৭তম ওভারে ইংল্যান্ড অধিনায়ক স্টুয়ার্ট ব্রডের দ্বিতীয় শিকারে পরিনত হন আক্রমণাত্মক ব্যাটসম্যান টম কুপার। এর আগে ইনিংসের ১২তম ওভারে ফেরেন ৩১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান করা ওপেনার স্টিফান মাইবার্ঘ।এর আগে ইনিংসের চতুর্থ ওভারে এসে প্রথম সাফল্য পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ১৩ রান করা ওপেনার মিচেল  স্টোয়ার্টকে ক্যাচ দিতে বাধ্য করেন প্রথম খেলতে নামা স্টিফেন প্যারিকে। এ সময় ৩.৫ ওভারে দলীয় সংগ্রহ ছিল ১ উইকেটে ৩৪ রান। ১০ ওভার শেষে ডাচদের সংগ্রহ ১ উইকেটে ৭৫ রান। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ ওয়ানের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত  নেয় ইংল্যান্ড। ফলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় প্রথমে ব্যাট করতে নামে ডাচরা। ম্যাচটি নেদারল্যান্ডসের জন্য আরেকটি ম্যাচ হিসেবেই বিবেচিত হলেও ইংল্যান্ডের জন্য এ ম্যাচটির গুরুত্ব অনেক। এ ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায় ইংলিশরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া