adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার রাজধানীজুড়ে তীব্র যানজটে যাত্রীদের নাভিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রতি সপ্তাহের প্রথম ও শেষ কর্মদিবসে যানজট লেগেই থাকে। প্রতি বছর রমজান এলে এটি বেড়ে যায় কয়েকগুণ। যার ব্যতিক্রম হয়নি এবারও। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা দিয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসের বিকেলে রাজধানীর বেশিরভাগ সড়কেই যানবাহনের ব্যাপক চাপ। গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে যানবাহনের চাপ সামলাতে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে।

সাইন্সল্যাব, শাহবাগ, বাংলামোটর, মগবাজার, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, মিন্টু রোড, রামপুরা, বাড্ডা, নতুনবাজার, পল্টন এলাকায় যানবাহনের তীব্র চাপ ছিলো। সিগন্যালগুলোতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনকে।

এদিকে যানজটে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকলেও বেশিরভাগ গণপরিবহনে তিল ধারণের ঠাঁই নেই। অনেকে বিরক্ত হয়ে বাস থেকে নেমে হেটে গেছেন। সারাদিন রোজা রাখার কারণে অনেকে তাও করতে পারছেন না। যানজটে বসে ভোগান্তি নিয়েই অপেক্ষা করছেন গন্তব্যে ফেরার।

তেজগাওঁ বাসের জন্য অপেক্ষা করছিলনের উত্তরার বাসিন্দা সোহরাব মাহাদী। তিনি বলেন, পরিবারের সঙ্গে ইফতার করবো। তাই বাসায় যাচ্ছি। কিন্তু ৪০ মিনিট দাঁড়িয়েও একটি বাসে উঠতে পারিনি। অনেক ভিড় আজকে।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক জোনের অতিরিক্ত ডিআইজি মোস্তাক আহমেদ বলেন, অফিস ছুটির পর সবাই ইফতার করতে একসঙ্গে বাড়ির পথ ধরে। তার উপর বৃহস্পতিবার শেষ কর্মদিবস। যার ফলে সড়কে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। কারণ রাস্তার ধারণক্ষমতার তুলনায় যানবাহনের সংখ্যা অনেক বেশি। তারপরও কোথাও গাড়ি দাঁড়িয়ে নেই। আমাদের পর্যাপ্ত জনবল আছে। পাশাপাশি রমজান ঘিরে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া