adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নকিয়া ৩৩১০ এলাে ফোরজিতে

NOKIAডেস্ক রিপাের্ট : নকিয়ার জনপ্রিয় ফোন ৩৩১০ এবার এলো লিনাক্স অপারেটিং সিস্টেমে। একই সঙ্গে ফোনটি ফোরজি এলটিই ভার্সনে পাওয়া যাচ্ছে। লিনাক্স ভিত্তিক এই অপারেটিং সিস্টেমের নাম ইয়ুনওস।

নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়েছে, নকিয়া ৩৩১০ এর ফোরজি ভার্সন শুধুমাত্র চীনের বাজারে পাওয়া যাবে। আগামী মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়া ৩৩১০ এর ফোরজি ভার্সন প্রদর্শন করা হবে। এরপরই এটি বিক্রি করা হবে।

নকিয়া ৩৩১০ এর ফোরজি ভার্সন চলবে ইয়ুন অপারেটিং সিস্টেমে। এই অপারেটিং সিস্টেম লিনাক্সকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেটি ডেভেলপ করেছে আলিবাবা ক্লাউড।

এক বিবৃতিতে এইচএমডি গ্লোবাল জানিয়েছে, কেবলমাত্র চীনের বাজারে ফোরজি নকিয়া ৩৩১০ বিক্রি করা। অন্য কোনো দেশে এই ফোনটি বিক্রির আপাতত চিন্তা নেই এইচএমডি গ্লোবালের।

নকিয়া ৩৩১০ ফোরজি ভার্সন দুইটি রঙে পাওয়া যাবে। একটি ফ্রেশ ব্লু। অন্যটি ডার্ক ব্ল্যাক।

এর আগে নকিয়া ৩৩১০ টুজি ও থ্রিজি ভার্সনে বাজারে আসে। এটি নকিয়ার একটি ফিচার ফোন। এর ডিসপ্লের রঙিন। এই ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এই ফোনটি এক মাস ব্যাক আপ দেবে।
 
ফোনটিতে স্নেক গেম ইনস্টল করা আছে।  এতে ব্লুটুথ কানেকটিভিটিও রয়েছে। তে সীমিত আকারে ইন্টারনেট ব্রাউজিংয়ের সুযোগ থাকবে।

নকিয়ার ফোন এবং ট্যাব উৎপাদনকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্টো নুমেলা জানিয়েছে, নতুন নকিয়া ৩৩১০ ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জে ২২ ঘণ্টা টক টাইম পাওয়া যাবে। ফোনটি একমাস স্ট্যান্ডবাই মোডে সচল থাকবে।

২০০০ সালে নকিয়া ৩৩১০ মডেলটি বাজারে আনে। সারা পৃথিবীতে ফোনটি ১০ কোটিরও বেশি বিক্রি হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া