adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্করামকে সরিয়ে কামিন্সকে হায়দরাবাদের অধিনায়ক করায় ÿেপেছেন এবিডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) অধিনায়কের পদ থেকে দক্ষিণ আফ্রিকান এইডেন মার্করামের অপসারণে হতাশ এই ফ্র্যাঞ্চাইজির সাবেক তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডেভিলিয়ার্স। তবে, মার্করামকে সরিয়ে প্যাট কামিন্সকে এসআরএইচ অধিনায়ক করার কারণটা তিনি বুঝতে পেরেছেন বলেই ডেভিলিয়ার্স জানিয়েছেন। গোটা পর্বের সঙ্গে এসআরএইচের কিউই কোচ ড্যানিয়েল ভেট্টরির একটা যোগসূত্র আছে বলেই ধারণা দক্ষিণ আফ্রিকান তারকার। ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রাক্তন প্রোটিয়া তারকা এই রদবদলের জন্য যার দিকে নিশানা করেছেন, সেই ড্যানিয়েল ভেট্টোরিকে গত আগস্টে কোচ করেছে সানরাইজার্স। আর, তারই কয়েক মাস পরে ২০২৪-এর নিলামে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্সকে মোটা অঙ্কের অর্থে কিনেছে সানরাইজার্স। এজন্য খরচ হয়েছে ২০.৫ কোটি টাকা। এটাই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করানোর দ্বিতীয় সর্বোচ্চ অঙ্ক।
এর পরেই অবসর নাইটদের নেতৃত্ব দেওয়া এই সুপারস্টারের। ব্যাট-প্যাড খুলছেন টিম ইন্ডিয়ার তারকা

আর, তারপরই মার্করামকে সরিয়ে কামিন্সকে অধিনায়ক করেছে এসআরএইচ। তাই বলে মার্করামের সঙ্গে হায়দরাবাদ দলের সম্পর্ক শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকায় এই দলের সহযোগী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলে। সেই সানরাইজার্স ইস্টার্ন কেপের অধিনায়ক করে দেওয়া হয়েছে মার্করামকে। সেখানে দেখা গিয়েছে, মার্করাম সফল। তার দল দক্ষিণ আফ্রিকা টি-টেয়েন্টি শিরোপাও জিতেছে। কিন্তু, হায়দরাবাদে মার্করাম কিছুই করে দেখাতে পারেননি। তার নেতৃত্বে হায়দরাবাদ ২০২৩ আইপিএলে তালিকার তলানিতে দৌড় শেষ করেছে।

ডিভিলিয়ার্স জানিয়েছেন, তিনি মার্করামকে বরখা¯Í করায় বিরক্ত ও ÿুব্ধ হলেও কামিন্সকে নিয়োগের কারণটাও বুঝেছেন। অধিনায়ক কামিন্স গত বছর অস্ট্রেলিয়াকে দুটি শিরোপা পাইয়ে দিয়েছেন। কিন্তু, তাই বলে মার্করামের অপসারণটা মেনে নিতে পারছেন না ডেভিলিয়ার্স। তিনি বলেছেন, মার্করামের সরে যাওয়াটা অনেকের মত আমার কাছেও একটা অবাক করা ঘটনা বলে মনে হয়েছে। মার্করাম তো এর পরপরই দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি জিতিয়ে দিল। আমার মনে হয় মার্করাম একজন দুর্দান্ত অধিনায়ক। ওকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল। ওর অপসারণ আমার এবং দক্ষিণ আফ্রিকার সম¯Í ভক্তদের কাছে হতাশাজনক ঘটনা।
ডেভিলিয়ার্সের অভিযোগ, ড্যানিয়েল ভেট্টোরি যেহুতু অস্ট্রেলিয়ান কোচিং দলের অংশ, সেই কারণেই মার্করামের অপসারণটা এভাবে হল। তিনি বলেন, অস্ট্রেলিয়ান কোচিং দলের ড্যানিয়েল ভেট্টোরির এখানে জড়িয়ে থাকাটা আমাকে অবাক করেছে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া