adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ দশম সংসদের ৮ম অধিবেশন শুরু

PARLAMENTনিজস্ব প্রতিবেদক :  দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন আজ বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। এটি হবে চলতি বছরের তৃতীয় অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। 

আজ বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় ৮ম অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ চূড়ান্ত করা হবে। সংসদসচিবালয় সূত্রে জানা গেছে, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। তাই এ অধিবেশন সংপ্তি হওয়ার সম্ভাবনা বেশি। এ অধিবেশনে রাষ্ট্রপতির পারিতোষিক ও অন্যান্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। 

জানা গেছে, সংসদে নতুন চারটিসহ মোট ১৪টি বিল জমা রয়েছে। এছাড়াও অধিবেশন চলাকালে আরও কয়েকটি বিল জমা হতে পারে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিলও থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দশম জাতীয় সংসদের ৭ম অধিবেশন গত ১ সেপ্টেম্বর শুরু হয়ে গত ১০ সেপ্টেম্বর শেষ হয়। মোট ৮টি কার্যদিবসের এ অধিবেশনে ৬টি সরকারি বিল পাস করা হয়। 

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে। দশম সংসদের যাত্রা শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। ১০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়। বর্তমান সরকারের প্রথম বাজেট ও দ্বিতীয় অধিবেশন ২০১৪ সালের ৩ জুন শুরু হয়ে ৩ জুলাই শেষ হয়। তৃতীয় অধিবেশন শুরু হয় ২০১৪ সালের ১ সেপ্টেম্বর। মোট ১৪ কার্যদিবসের ওই অধিবেশন শেষ হয় ১৮ সেপ্টেম্বর। 

চতুর্থ অধিবেশন ২০১৪ সালের ১৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিলের মধ্যে ৭টি পাস হয়। পঞ্চম অধিবেশন ১৯ জানুয়ারি শুরু হয়ে শেষ হয় ২ এপ্রিল। মোট ৩৯ কার্যদিবসের এ অধিবেশনে ৮টি বিল পাস হয়। ৬ষ্ঠ অধিবেশন শুরু ১ জুন শুরু হয়ে শেষ হয় ৮ জুলাই। মোট ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাস হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া