adv
৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেখতে পুতুলের মতো ভারতের প্রথম এআই শিক্ষক আইরিশ

আন্তর্জাতিক ডেস্ক: বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে কেরেলার তিরুবনন্তপুরমের একটি বিদ্যালয়। আইরিশ নামে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) একজন শিক্ষককে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। ভারতের কোনো বিদ্যালয়ে এআই শিক্ষক নিয়োগ দেওয়ার এটাই প্রথম ঘটনা। খবর এনডিটিভির।

আইরিশকে তৈরি করা হয় মেকারল্যাবস এডুটেকের সহযোগিতায়। কাদুভাইল থাঙ্গাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রকল্পটি গ্রহণ করে কেটিসিটি হায়ার সেকেন্ডারি স্কুল। আইরিশ অটল টিঙ্কারিং ল্যাব (এটিএল) প্রকল্পের এ কাজটি ২০২১ এনআইটিআই আয়োগের একটি উদ্যোগ।

গত ফেব্রুয়ারিতে আইরিশের মোড়ক উন্মোচন করা হয়। মেকারল্যাবস ইনস্টাগ্রামে আইরিশের একটি ভিডিও শেয়ার করেছে। এতে দেখানো হয়েছে বহুভাষিক এআই শিক্ষকের যোগ্যতা। আইরিশ বিভিন্ন বিষয়ের জটিল প্রশ্নের উত্তর দিতে পারে। দেখতে অনেকটা বড় পুতুলের মতো হলেও তার নিচে রয়েছে চাকা। চাকার সাহায্যে সে শ্রেণিকক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়।

বিশেষজ্ঞরা আশা করছেন, আইরিশের হাতে শিক্ষা আরও আকর্ষণীয় হবে, যার মাধ্যমে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় নতুন কিছুর সূচনা হবে। তবে এআই শিক্ষক দীর্ঘমেয়াদে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া